Bangladesh: শ্বশুরবাড়ি থেকে বউকে নিয়ে ফেরা হল না, বাংলাদেশে রহস্যজনক মৃত্যু এপার বাংলার যুবকের

North 24 Parganas man died mysteriously in Bangladesh: বাংলাদেশে শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনদের সঙ্গে ইদের খুশি উৎযাপন করতে এসেছিলেন পশ্চিমবঙ্গের যুবক। ভুকে নিয়ে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু, তাঁর আর দেশে ফেরা হল না।

Bangladesh: শ্বশুরবাড়ি থেকে বউকে নিয়ে ফেরা হল না, বাংলাদেশে রহস্যজনক মৃত্যু এপার বাংলার যুবকের
বউ নিয়ে দেশে ফিরতে চেয়েছিলেন মনিরুল
Follow Us:
| Edited By: | Updated on: Apr 25, 2023 | 5:22 PM

ঢাকা: বাংলাদেশে শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনদের সঙ্গে ইদের খুশি উৎযাপন করতে এসেছিলেন পশ্চিমবঙ্গের মনিরুল মোল্লা। তাঁর আর দেশে ফেরা হল না। ইদের দিনই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। সোমবার (২৪ এপ্রিল) রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় মৃত্যু হয়েছে তাঁর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছিল বছর ৩৫-এর মনিরুলের। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। এই বিষয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশি পুলিশ। মনিরুলের দেহ ভারতে ফেরানোর বিষয়ে কোনও পদক্ষেপ করা হচ্ছে কি না, এখনও তা জানা যায়নি।

মনিরুলের শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছেন, তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণ কালশুর গ্রামে। তাঁর বাবার নাম আবদুল্লাহ মোল্লা। ঢাকার একটি পোশাক তৈরির কারখানায় গত কয়েক বছর ধরেই চাকরি করতেন মনিরুল। চাকরি সূত্রেই বছর খানেক আগে তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল রংপুরের গঙ্গাচড়া উপজেলার ধামুর বোল্লারপাড় গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে মোকাররমা খাতুনের সঙ্গে। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ২০২১ সালে তারা দুজনেই বাংলাদেশি নাগরিক পরিচয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা দিয়ে বিয়ে করেছিলেন।

বিয়ের কিছুদিন পর, স্ত্রীকে ছাড়াই উত্তর ২৪ পরগনার গ্রামে ফিরে এসেছিলেন মনিরুল মোল্লা। গত মাসে স্ত্রীকে ভারতে নিয়ে আসতে রংপুরে গিয়েছিলেন মনিরুল। ঠিক করেছিলেন শ্বশুরবাড়িতেই ইদ কাটিয়ে ফিরবেন। কিন্তু ইদের দিন, অর্থাৎ, গত শনিবার আচমকাই বুকে ব্যথা অনুভব করেন মনিরুল। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই সোমবার মৃত্যু হয় তাঁর।

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানিয়েছেন, মনিরুলের মৃত্যুর বিষয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি অপঘাতে মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তাঁর শ্বশুরবাড়ি এবং তার আশপাশের বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে মনিরুলের মৃত্যু হল সেই বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, মনিরুলের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের জন্য পুলিশের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ভারতে যোগাযোগ করে মরদেহটি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। মনিরুলের পরিবারের সঙ্গেও কথা হয়েছে। তার বাবা মরদেহ নিতে আসবেন। কিন্ততু, ভিসা জটিলতার কারণে তিনি বাংলাদেশে আসতে পারছেন না। আপাতত