Bangladesh Protest: ৩২ ধানমন্ডিকে ভুলতে পারছে না! বাংলাদেশে যা-ই হচ্ছে, টার্গেট ওই বাড়ি, কী আছে ওখানে?

Sheikh Mujibur Rahaman: ধ্বংসস্তূপেও বৃহস্পতিবার ফের হামলা হল। চলল ভাঙচুর। ভাঙার পরে এক্সক্যাভেটর ব্যবহার করতেও দেখা গিয়েছে।ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একদল হামলাকারী ভবনে ঢুকে ভাঙচুর চালায়।

Bangladesh Protest: ৩২ ধানমন্ডিকে ভুলতে পারছে না! বাংলাদেশে যা-ই হচ্ছে, টার্গেট ওই বাড়ি, কী আছে ওখানে?
৩২ ধানমন্ডির বাড়িতে আবারও ভাঙচুর-আগুন।Image Credit source: X

|

Dec 19, 2025 | 10:16 AM

ঢাকা: হাজার চেষ্টা করেও মোছা যায় না ইতিহাস। তবে ‘নতুন’ বাংলাদেশ সেই ইতিহাস মুছতেই উদ্যত। বাংলাদেশের জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের (Sheikh Mujibur Rahman) অবদান ভুলতে বসেছে  বাংলাদেশের (Bangladesh) কিছু মানুষ। চাইছে ইতিহাসের পাতা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে। সেই লক্ষ্যেই বারবার হামলা মুজিবরের বাড়ি, ৩২ ধানমন্ডিতে (32 Dhanmondi)। ইনকিলাব মঞ্চের নেতা তথা মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর মিলতেই ফের হামলা হল ধ্বংস হয়ে যাওয়া এই বাড়িতে।

সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় ওসমান হাদির। আর তাঁর মৃত্যুর খবর আসার পরই আগুন জ্বলতে থাকে বাংলাদেশে। একের পর এক প্রথম সারির সংবাদমাধ্যমের অফিস থেকে শুরু করে আওয়ামী লিগের অফিসে আগুন ধরিয়ে দেয় উন্মুত্ত জনতা। এই হামলা, ভাঙচুরের পিছনে জামাত সমর্থক ও কট্টরপন্থীদের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে। 

হাদির মৃত্যুর রোষও আছড়ে পড়ে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ছায়ানট সংস্কৃতি ভবনেও ভাঙচুর করে জনতা। আগুন লাগানোর চেষ্টা করে। যে বাংলাদেশের জন্য লড়েছিলেন, নিজের প্রাণ দিয়েছিলেন শেখ মুজিবর রহমান, যে কারণে তাঁকে বঙ্গবন্ধু বলা হয়, তাঁর সম্মান তো আগেই মাটিতে মিশিয়েছিল বাংলাদেশ। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পরই ভাঙা হয় শেখ মুজিবরের মূর্তি। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় মুজিবের স্মৃতি বিজড়িত ৩২ ধানমন্ডির বাড়িতে।

এরপরও ক্ষোভ মেটেনি। মুজিবের ধ্বংসপ্রায় বাড়ি থেকে লুটতরাজের ছবি দেখা গিয়েছিল। যেটুকু স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে, তাও বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা করা হয় সম্প্রতি যখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সেই ধ্বংসস্তূপেও বৃহস্পতিবার ফের হামলা হল। চলল ভাঙচুর। ভাঙার পরে এক্সক্যাভেটর ব্যবহার করতেও দেখা গিয়েছে। ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একদল হামলাকারী ভবনে ঢুকে ভাঙচুর চালায়। এই ছায়ানট ভবন শিশুদের জন্য বিদ্যালয় সহ বিভিন্ন সাংস্কৃতিক কাজের জন্য ব্যবহার করা হত। ভাঙচুরের পর ভবনের চার ও পাঁচ তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। দমকল দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আইনশৃঙ্খলাবাহিনী হামলাকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।