
ঢাকা: শেখ হাসিনা দেশ ছেড়েছেন, এখনও অন্তর্বর্তী সরকার গঠন হয়নি। এই আবহে চরম অরাজকতার ছবি উঠে আসছে বাংলাদেশে। একইসঙ্গে আতঙ্কের ছবিও ধরা পড়ছে বাংলাদেশের ব্য়াঙ্কগুলির সামনে। থিকথিক করছে মানুষের ভিড়। নগদ টাকা তুলে হাতে রাখতে চাইছেন বাংলাদেশের নাগরিকরা। অনেক জায়গায় ভেঙে পড়েছে এটিএম পরিষেবা।
বাংলাদেশে চূড়ান্ত অচলাবস্থা শুরু হয়েছে। সে দেশের বৈষম্যবিরোধী মঞ্চ হুঁশিয়ারি দিয়ে রেখেছে আজকের মধ্যে সংসদ না ভাঙা হলে বুধবার বড়সড় আন্দোলনে নামবে তারা। কোন পথে এগোবে বাংলাদেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক ঘটনাক্রম, কেউ জানে না।
এই আবহে মঙ্গলবার সকাল থেকে রাজধানী ঢাকা-সহ জেলায় জেলায় ব্যাঙ্কগুলির সামনে বিপুল পরিমাণে মানুষের ভিড়। সকলে চাইছেন টাকা তুলে নিতে। তাঁরা আশঙ্কিত। যেভাবে লুঠপাট শুরু হয়েছে, ব্যাঙ্কগুলিতে না হাত পড়ে।
ক্রমেই বাংলাদেশের অবস্থা খারাপ হচ্ছে বলে দাবি করছেন সে দেশেরই একাংশ। এমনকী শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি। তাতেই ভয়-আশঙ্কায় সাধারণ মানুষ। কোনওভাবে যদি ব্যাঙ্কে হাত পড়ে! সেখানে লুঠপাট হতে পারে কিংবা ব্যাঙ্কগুলি যদি বন্ধ করে দেওয়া হয়, সে ক্ষেত্রে সাধারণের জমানো পুঁজির ভবিষ্যৎ কী হবে? সেই আশঙ্কা থেকেই ভিড় ব্যাঙ্ক, এটিএমগুলির সামনে। যতটা পারছেন তুলে নিচ্ছেন টাকা।