Yunus in USA: আমেরিকায় মুখ পুড়ল ইউনুসের, শেষে শুনতে হল ‘হিন্দু-হত্যাকারী’!

Yunus in USA: মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর), নিউইয়র্কের যে হোটেলে মহম্মদ ইউনূস উঠেছেন, তার বাইরে বিক্ষোভ দেখান মার্কিন-বাংলাদেশি নাগরিকদের একটি বড় দল। ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলে অভিযোগ তাঁদের। একই সঙ্গে ইউনুস সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধরনের হামলা হয়েছে, তার বিরুদ্ধেও প্রতিবাদ জানান তাঁরা।

Yunus in USA: আমেরিকায় মুখ পুড়ল ইউনুসের, শেষে শুনতে হল 'হিন্দু-হত্যাকারী'!
আমেরিকায় বিক্ষোভের মুখে ইউনুসImage Credit source: PTI and ANI
Follow Us:
| Updated on: Sep 26, 2024 | 12:35 AM

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমেরিকায় নিউ ইয়র্কে, রাষ্ট্রপুঞ্জের ৭৯তম সাধারণ সভায় যোগ দিতে গিয়ে প্রবাসী বাংলাদেশীদের বিক্ষোভের মুখে পড়তে হল মহম্মদ ইউনুসকে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর), নিউইয়র্কের যে হোটেলে মহম্মদ ইউনূস উঠেছেন, তার বাইরে বিক্ষোভ দেখান মার্কিন-বাংলাদেশি নাগরিকদের একটি বড় দল। ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলে অভিযোগ তাঁদের। একই সঙ্গে ইউনুস সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধরনের হামলা হয়েছে, তার বিরুদ্ধেও প্রতিবাদ জানান তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন, ‘গো ব্যাক ইউনুস’ এবং ‘স্টেপ ডাউন ইউনুস’। অর্থাৎ মহম্মদ ইউনুসকে বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে আমেরিকা থেকে চলে যেতে বলা হচ্ছে এবং সরকার প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে বলা হচ্ছে। কয়েকটি ছবিতে বিক্ষোভকারীদের হাতে ‘শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী’ লেখা পোস্টারও দেখা গিয়েছে। এছাড়া পোস্টারে লেখা ছিল, ‘ড. ইউনুস অবৈধ সরকার’, ‘সংবিধান ভঙ্গের সরকার ইউনুস সরকার’। এমনকি, তাঁকে ‘হিন্দু কিলার’ বা হিন্দু-হত্যাকারী বলেও স্লোগান দেওয়া হয়েছে। তাঁর ফাঁসি চাওয়া হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে বিক্ষোভকারীদের একজন, শেখ জামাল হোসেন বলেছেন, “মহম্মদ ইউনুস অসাংবিধানিকভাবে, অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেছেন। তিনি নোংরা রাজনীতি দিয়ে ক্ষমতা দখল করেছেন এবং প্রচুর লোককে হত্যা করা হয়েছে। এখনও পর্যন্ত আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি। আমরা রাষ্ট্রপুঞ্জের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, তাঁকে যেন এখানে বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী বলে না মানা হয়।”

ইউনুসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রবাসী বাংলাদেশীরা

ডিএম রোনাল্ড নামে এক বিক্ষোভকারী বলেছেন, “আমাদের দাবি শান্তি। আমরা ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে বিশ্বাস করি। জোর করে ক্ষমতা নেওয়ার পর সে হিন্দু, মুসলিম, খ্রিস্টানদের হত্যা করতে শুরু করেছে, তারা জ্বলছে। জ্বালিয়ে দিচ্ছে সব ঘরবাড়ি, জ্বলছে মসজিদ, জ্বলছে গির্জা। বাংলাদেশে আমাদের মানুষরা নিরাপদে নেই। ”

আরেক বিক্ষোভকারী ডা. রহমান বলেছেন, “বাংলাদেশের ১১ কোটি ৭০ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করছে এক অবৈধ, অনির্বাচিত ব্যক্তি। আমি এখানে এসেছি তার প্রতিবাদ জানাতে। তিনি নির্বাচিত নন, তাঁকে নিয়োগ করেছে ছাত্ররা। সংখ্যালঘু বা কাউকে নিয়ে তাঁর কোনও ভাবনা নেই। তিনি অবৈধভাবে দেশ দখল করেছেন।”