Md Yunus: ‘অবন্ধুত্বপূর্ণ আচরণ’, ভারতের সঙ্গে সংঘাতের পথে ইউনুস! চাপালেন শর্ত

Yunus gives India condition: এবার কি সরাসরি ভারতের সঙ্গে সংঘাতের পথে যাচ্ছে মহম্মদ ইউনুসের বাংলাদেশ? শেখ হাসিনা আপাতত ভারতের আছেন। এদিন হাসিনাকে রাখার জন্য নয়া দিল্লির উপর শর্ত চাপালেন ইউনুস। নাহলে অবস্থা জটিল হবে, অস্বস্তিকর হবে বলে মত তাঁর।

Md Yunus: 'অবন্ধুত্বপূর্ণ আচরণ', ভারতের সঙ্গে সংঘাতের পথে ইউনুস! চাপালেন শর্ত
ভারতের উপর শর্ত চাপালেন ইউনুসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Sep 05, 2024 | 3:59 PM

ঢাকা: দেশত্যাগের পর থেকে ভারতেই আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও পর্যন্ত তাঁকে ফিরিয়ে দেওয়ার দাবি জানায়নি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তবে, এবার হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের উপর শর্ত চাপালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুস। সংবাদ সংস্থা পিটিআই-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তিনি বলেছেন, শেখ হাসিনাকে ভারত রাখতেই পারে। তবে শর্ত হল হাসিনাকে মুখে কুলুপ এঁটে থাকতে হবে। নাহলে জটিলতা আরও বাড়বে।

ভারত থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যে রাজনৈতিক মন্তব্য করেছেন, তাকে ইউনুস “অবন্ধুত্বপূর্ণ আচরণ” বলেছেন। পিটিআই-কে তিনি বলেন, “এটা আমাদের বা ভারতের – কারও পক্ষে ভালো নয়। এতে অস্বস্তি বাড়বে।” এখনও হাসিনাকে ফেরানোর দাবি না জানালেও, অদূর ভবিষ্যতেই যে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাবে তাঁর সরকার, তারও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ইউনুস। তিনি বলেছেন, “যদি বাংলাদেশ তাঁকে ফেরত না চাওয়া পর্যন্ত ভারত তাঁকে রাখতে চায়, তবে শর্ত হল তাঁকে চুপ থাকতে হবে।”

ইউনুস বলেছেন, “তিনি ভারতে আছেন, এতে কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না। আমরা তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে মাঝে তিনি বিভিন্ন মন্তব্য করছেন। এটা সমস্যার। যদি তিনি চুপ থাকতেন, আমরা হয়তো তাঁর কথা ভুলে যেতাম। মানুষ ভুলে যেত। তিনি নিজের জগতে থাকতেন। কিন্তু, ভারতে বসে তিনি কথা বলে চলেছেন। এটা কেউ পছন্দ করছে না।”

হাসিনার মুখে লাগাম জানানোর জন্য ভারতকে মৌখিকভাবে এবং বেশ দৃঢ়ভাবে বলা হয়েছে বলেও জানিয়েছেন ইউনুস। তিনি বলেছেন, “সবাই এটা বোঝে। আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি, তাঁর চুপ থাকা উচিত। এটা (ভারতের পক্ষ থেকে) আমাদের প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ আচরণ। তাঁকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি তো স্বাভাবিক নিয়মে সেখানে যাননি। জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি পালিয়ে গিয়েছেন।”

হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিচার করতেই হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এই বিষয়ে তিনি বলেছেন, “হ্যাঁ, তাঁকে ফিরিয়ে আনতেই হবে। তা নাহলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংস কাজ করেছেন, তাঁকে এখানে এনে সবার সামনে বিচার করতে হবে।” তিনি জোর দিয়েছিলেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)