ওয়াশিংটন: ক্ষমতায় এসেই ট্রাম্পের (Donald Trump) সব সিদ্ধান্তের উল্টো পথে হাঁটবেন বাইডেন। প্রথম দিনই কমপক্ষে ১৫টি বিলে সই করবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। মূলত যে ৪ সমস্যা সমাধানের চেষ্টা করবেন তিনি, তা হল- মহামারীর অবসান, অর্থনৈতিক পুনরুদ্ধার, জলবায়ু সমস্যার সমাধান ও বর্ণ বৈষম্যে ইতি টানা। তার জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন জো বাইডেন। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলি…
১. বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আমেরিকাকে ফেরানো।
২. আমেরিকায় মাস্ক বাধ্যতামূলক করা।
৩. ছাত্রঋণের সুদ স্থগিত করা।
৪.প্যারিস জলবায়ু চুক্তিতে আমেরিকাকে ফেরানো।
৫.ফেডারেল জমি ও তেলের সঠিক ব্যবহার।
৬. মেক্সিকো প্রাচীরের জন্য অনুদান বন্ধ করা।
৭. মুসলিম দেশগুলির উপর থেকে ‘ট্রাভেল ব্যান’ তুলে নেওয়া।
৮. ট্রাম্পের তৈরি করা ১৭৭৬ কমিশনের অবসান ঘটানো।
৯.বর্ণ বৈষম্যের অবসান।
১০. প্রশাসনে নিয়োগের জন্য নতুন নীতি আনা।
আরও পড়ুন: হাতে নেই হোয়াইট হাউস, নতুন এলাহি ঠিকানা খুঁজলেন ট্রাম্প
এছাড়াও অভিবাসন নীতি তথা এইচ ভিসার ক্ষেত্রে ট্রাম্পের উল্টো পথে হাঁটবেন জো বাইডেন। বাইডেন বারবার জানিয়েছেন, তিনি উদার অভিবাসন নীতিতে বিশ্বাসী। তার প্রতিফলন দেখা যাবে বাইডেন প্রশাসনের একাধিক সিদ্ধান্তে। ‘ব্ল্যাক লাইভ ম্যাটারস’ আন্দোলনের প্রত্যক্ষ প্রভাব পড়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। কৃষ্ণাঙ্গ আন্দোলনের জেরেই বাইডেনমুখী হয়েছেন অনেকে। তাই একাধিক বিলে সই করে প্রথম দিন থেকেই ট্রাম্পের সিদ্ধান্তের উল্টো স্রোতে হাঁটবে বাইডেন প্রশাসন। ফিরে আসবে ওবামাকেয়ারও।