Tarique Rahman: ১৭ বছর পর বাংলাদেশে ফিরেই ভোটার হচ্ছেন তারেক রহমান! কোন আসনে লড়বেন?

Bangladesh Update: ২৫ ডিসেম্বর বাংলাদেশে সপরিবারে ফেরেন তারেক রহমান। আজ সকালে তিনি প্রথমে ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে যান। এরপর  আগারগাঁওতে নির্বাচন ভবনে যান। সেখানে ভোটার হিসাবে নিজেকে রেজিস্টার করা এবং জাতীয় পরিচয়পত্র পাওয়ার কাজ সারেন।

Tarique Rahman: ১৭ বছর পর বাংলাদেশে ফিরেই ভোটার হচ্ছেন তারেক রহমান! কোন আসনে লড়বেন?
তারেক রহমান।Image Credit source: Facebook

|

Dec 27, 2025 | 2:39 PM

ঢাকা: ১৭ বছর পর দেশে ফিরেই বড় কাজ সারলেন তারেক। ভোটার হয়ে গেলেন তারেক রহমান (Tarique Rahman)। আজ, শনিবার তিনি ভোটার তালিকায় নিজের নাম তোলা এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বা রেজিস্ট্রেশন সারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবার বাংলাদেশ নির্বাচনে লড়তে আর কোনও বাধা রইল না।

দু’দিন আগে, ২৫ ডিসেম্বর বাংলাদেশে সপরিবারে ফেরেন তারেক রহমান। আজ সকালে তিনি প্রথমে ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে যান। এরপর  আগারগাঁওতে নির্বাচন ভবনে যান। সেখানে ভোটার হিসাবে নিজেকে রেজিস্টার করা এবং জাতীয় পরিচয়পত্র পাওয়ার কাজ সারেন। ভোটার হওয়ার জন্য ছবি তোলেন, নিজের ১০ আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্য়ান করান।

এতদিন প্রবাসী থাকায় সেই নিয়ম অনুযায়ীই নাম তুলতে হচ্ছে তারেক রহমানকে। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। এবার তারেক রহমানের তথ্য ক্রসম্যাচ করা হবে। কতদিনে ভোটার হতে পারবেন তারেক রহমান, তা এখনই বলা যাচ্ছে না।  বগুড়ার সদর (বগুড়া৬) আসনে লড়বেন তারেক রহমান।  

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন। ভোটাররা নির্বাচনের কতদিন আগে পর্যন্ত নাম তোলা যাবে, তার কোনও নির্দিষ্ট সময় নেই। যে কোনও সময়েই ভোটার তালিকায় নাম তোলা যায়।