সব অকেজো, ভারত একটা মিসাইল ছুড়লেই গুঁড়িয়ে যাবে লাহোর-ইসলামাবাদ! কিচ্ছু করতে পারবে না পাক সেনা

Pakistan: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর যুদ্ধ আবহে ভারতের দেখাদেখি পাকিস্তানও মহড়া দিচ্ছে। আর এই মহড়া দেওয়ার সময়ই বিপত্তি।

সব অকেজো, ভারত একটা মিসাইল ছুড়লেই গুঁড়িয়ে যাবে লাহোর-ইসলামাবাদ! কিচ্ছু করতে পারবে না পাক সেনা
পাক আকাশসীমা অরক্ষিত।Image Credit source: X

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 28, 2025 | 1:57 PM

ইসলামাবাদ: যুদ্ধ শুরুর আগেই ল্যাজে-গোবরে পাকিস্তান। যুদ্ধ করবে কী, তার আগেই পাকিস্তানের বেশিরভাগ অস্ত্রই ভোঁতা বেরচ্ছে। কাজ করছে না পাকিস্তানের এয়ার ডিফেন্স। অরক্ষিত পাকিস্তানের আকাশসীমা। কোনও দেশ যদি এই সময়ে পাকিস্তানে হামলা করে, তবে পাকিস্তানের প্রতিরোধ করার কোনও ক্ষমতা নেই।

জানা গিয়েছে, চিন থেকে এই এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল পাকিস্তান। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর যুদ্ধ আবহে ভারতের দেখাদেখি পাকিস্তানও মহড়া দিচ্ছে। আর এই মহড়া দেওয়ার সময়ই বিপত্তি। মহড়া দেওয়ার সময় দেখা যায় কাজ করছে না ডিফেন্স সিস্টেম! মহা বিপত্তিতে পড়েছে পাকিস্তান।

সূত্রের খবর, পাকিস্তান আপাতত তুরস্কের উপরে নির্ভর করছে এয়ার ডিফেন্স সিস্টেমের উপরে। চিনকে ইতিমধ্যেই পাকিস্তান জানিয়েছে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অকেজো হয়ে পড়ে রয়েছে।

প্রসঙ্গত, আগেই চিনের কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ও যুদ্ধজাহাজ কিনেছিল। কিন্তু অধিকাংশ সময়ই মহড়া দেওয়ার সময় দেখা যায় যে সেই অস্ত্রশস্ত্র কাজ করছে না। সীমান্ত ও ভূখণ্ডকে সুরক্ষা দেয় এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমই অকেজো হয়ে পড়ায় মাথায় হাত পাকিস্তানের।

এদিকে, চিন পাকিস্তানকে তাদের থেকে কেনা অস্ত্র ব্যবহার করতে বারণ করেছে।