AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: তাইওয়ান দখলে তৈরি চিন! আরও একটা প্রাণঘাতী যুদ্ধ?

আরেকটা যুদ্ধ কি আসন্ন? তাইওয়ান দখল করবে চিন? গত ১৪ মাস ধরে প্রেসিডেন্ট লাই চিং-এর শাসনকালে চিনা সেনা লাগাতার সেনা, নৌ-মহড়া, গুলি ও মিসাইল পরীক্ষা করে চলেছে তাইওয়ান সীমান্তে। যে কোনও মুহূর্তে আগ্রাসন দেখতে পারে লালফৌজ। ধরে নিয়েই এগোচ্ছে তাইওয়ান। বাড়ানো হচ্ছে ড্রোন উৎপাদন।

Explained: তাইওয়ান দখলে তৈরি চিন! আরও একটা প্রাণঘাতী যুদ্ধ?
| Edited By: | Updated on: Aug 13, 2025 | 2:13 PM
Share

“তাইওয়ান দখলের প্রস্তুতি নিচ্ছে চিন” স্কাই নিউজকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে এই দাবি তুলে শোরগোল ফেলে দিয়েছেন তাইওয়ানের উপবিদেশমন্ত্রী য়ু চিহচাং। এমনিতেই গত বেশ কয়েকমাস ধরেই লালফৌজ তাইওয়ান সীমান্তে শক্তি বাড়াচ্ছে, এবার তার মধ্যেই খোদ দেশের উপবিদেশমন্ত্রীর এই বক্তব্যে আন্তর্জাতিক মহলে তোলপাড় পড়ে গেছে। চিনা আগ্রাসনের সামনে কার্যত আত্মসমপর্ণ ছাড়া আর কোনও উপায় দেখতে পাচ্ছে না তাইপেই। য়ু চিহচাং জানান, আমেরিকার সাহায্য ছাড়া চিনকে আটকানোর আর কোনও বাস্তব উপায় তাঁদের সামনে নেই। তাইওয়ানের উপবিদেশমন্ত্রী বলছেন, ‘এক তাইওয়ানের পক্ষে চিনের মোকাবিলা করা সম্ভব নয়। আমাদের সেই প্রস্তুতি নেই। চিন বড় দেশ।’ তাঁর বক্তব্যে তাইওয়ানের বাস্তব ছবিটাই সামনে চলে আসছে। শি জিংপিংয়ের আমলে চিনা সেনা...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন