বেজিং : করোনার সূত্রপাত হয়েছিল চিনেই। উহান শহরের পর গোটা চিন জুড়ে ছড়িয়ে পড়েছিল অজানা ভাইরাস। আর তারপরই গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে অতিমারি। তবে চিন কড়া হাতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে সেই সংক্রমণ। লকডাউন, ঘরে ঘরে করোনা পরীক্ষার মতো পদক্ষেপ করে কোনও ক্রমে নিয়ন্ত্রণে আনা গেলেও করোনার উৎস চিনে আবারও নতুন করে মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ। তবে এবার আর বদলাতে হবে রণকৌশল। নাহলে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ চিনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ইতিমধ্যেই সে দেশের শেনজেন শহরে নতুন করে লকডাউন জারি করতে হয়েছে। কিন্তু এবার পন্থা বদল করতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
২০১৯- এর শেষে করোনা সংক্রমণের শুরু। এরপর থেকে অর্থনীতিতে কী প্রভাব পড়বে, সেটা না ভেবেই বিভিন্ন পদক্ষেপ করেছে চিন। এবার প্রথম অর্থনীতি নিয়ে ভাবতে শুরু করলেন প্রেসিডেন্ট। চিনে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে সম্প্রতি। সেই বৈঠকে আলোচনা হয়েছে, কী ভাবে ব্যবসা-বাণিজ্যের ওপর ন্য়ুনতম প্রভাব ফেলে করোনা নিয়ন্ত্রণ করা যায়।
পাশাপশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যাতে তেমন কোনও প্রভাব না পড়ে, সে দিকেও নজর দিচ্ছে বেজিং। শি জানিয়েছেন, মানুষের জীবনে যাতে তেমন কোনও প্রভাব না পড়ে তার জন্য প্রয়োজনীয় গবেষণা করতে হবে। টিকা দেওয়ার গতিও বাড়ানোর দিকে জোর দিচ্ছে প্রশাসন। বিশেষত দেশে যাতে টিকা তৈরি করা সম্ভব হয়, সে দিকেই নজর দেওয়া হচ্ছে।
চিনের দক্ষিণ দিকের শেনজেন নামে ওই শহর মূলত প্রযুক্তি হাব হিসেবে পরিচিত। সেই শহরে নতুন করে লকডাউন জারি করেছে প্রশাসন। আর সেই লকডাউনের জেরে চিনের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। চিনের মোট জিডিপির ওপর প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। শেনজেনের প্রায় ১ কোটি ৭৫ লক্ষ মানুষকে লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুন : Uttarakhand Village Curse: ৪০০ বছর পুরনো অভিশাপ থেকে বাঁচতে হোলি উদযাপন করে না এই তিনটি গ্রাম!