China Pneumonia: চিনের রহস্যময় নিউমোনিয়ার প্রকোপ এবার ইউরোপের বিভিন্ন দেশে, কী বলছে এইমস?
AIIMS: চিনের রহস্যময় এই রোগ ভারতীয় থেকে গোটা বিশ্ববাসীর মনে ভয় ধরিয়েছে। আবার কি লকডাউন-যুগ ফিরে আসবে? এমনই আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। যদিও এই বিষয়ে স্বস্তির বার্তা দিয়েছে হু। এবার জনগণের আতঙ্ক কাটাতে পাবলিক সেমিনার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এইমস।
আমস্টারডাম: রহস্যময় নিউমোনিয়া এবার চিনের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও। নেদারল্যান্ডস-সহ ইউরোপের দেশগুলিতে (Europe countries) দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে। ইতিমধ্যে নেদারল্যান্ডসে ৫ বছর থেকে ১৫ বছর বয়সি শিশুদের মধ্যে চিনের রহস্যময় নিউমোনিয়ার (Pneumonia) উপসর্গ দেখা দিয়েছে। যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। তবে এবার এই রোগের বিষয়ে প্রকৃত তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন AIIMS-এর চিকিৎসকেরা।
নেদারন্যাল্ডস হেল্থ সার্ভিস রিসার্চ (NIVEL)-এর পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১ লক্ষ শিশুর মধ্যে ৮০ জন শিশু শ্বাসকষ্ট-সহ রহস্যময় নিউমোনিয়ার উপসর্গে আক্রান্ত হচ্ছে। যেখানে গত বছর ফ্লু-র মরশুমে প্রতি ১ লক্ষ শিশুর মধ্যে ৬০ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। এবছর সেই সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশষত, চিনে শিশুদের মধ্যে নিউমোনিয়ার প্রকোপ দেখা দেওয়ায় উদ্বেগ বেড়েছে।
যদিও ইউরোপের বিভিন্ন দেশে এই রোগের সংক্রমণ হওয়ায় এবার এই বিষয়ে প্রকৃত তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী স্বাস্থ্য বিশেষজ্ঞরা। AIIMS-এর জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডাঃ সঞ্জয় রাই TV9 ভারতবর্ষ-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা চিন থেকে এই রোগ সম্পর্কে খুব বেশি তথ্য পাচ্ছি না। এই পরিস্থিতিতে ইউরোপে এই রোগ ছড়িয়ে পড়ায় আমাদের জন্য নতুন দিশা দেখাচ্ছে। এবার এই রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, ইউরোপে রোগ লুকানোর অভ্যাস নেই। ফলে এই রোগ প্রতিরোধের পরবর্তী উপায় খুঁজে বের করা সহজ হবে। ইউরোপের বৈজ্ঞানিক সম্প্রদায় এই রোগ সম্পর্কে সচেতন হয়ে উঠেছেন। রোগটি আদতে কী, তা জানতে সেখানে গবেষণা শুরু হয়েছে।
অন্যদিকে, চিনের রহস্যময় এই রোগ ভারতীয় থেকে গোটা বিশ্ববাসীর মনে ভয় ধরিয়েছে। আবার কি লকডাউন-যুগ ফিরে আসবে? এমনই আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। যদিও এই বিষয়ে স্বস্তির বার্তা দিয়েছে হু। এবার জনগণের আতঙ্ক কাটাতে পাবলিক সেমিনার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এইমস।