Bangladesh: খেলছে বাংলাদেশ, প্রশিক্ষণ দিচ্ছে চিন! ‘বেতাজ বাদশা’ হতে সেনা ‘নামাচ্ছে’ শি জিনপিং

Chinese Grip on Bangladesh: সেই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, মূলত আমেরিকা ও তার মিত্রপক্ষের দেশগুলিকে বিপাকে ফেলতে এবং পূর্ব এশিয়ার বেতাজ বাদশা হতেই এত পরিকল্পনা করছে শি জিনপিং।

Bangladesh: খেলছে বাংলাদেশ, প্রশিক্ষণ দিচ্ছে চিন! বেতাজ বাদশা হতে সেনা নামাচ্ছে শি জিনপিং
ইউনূস ও শি জিনপিংImage Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

May 26, 2025 | 6:58 AM

ঢাকা: বাংলাদেশের কোলে একটা একটা করে ঘুঁটি সাজাচ্ছে চিন? মার্কিন রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রবিবার প্রকাশ হয়েছে আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ‘বার্ষিক হুমকি মূল্যায়ন’ রিপোর্ট। গোটা বিশ্ব কোথায়, কী ষড়যন্ত্র চলছে, সেই নিয়েই গোপন তথ্যকে আধার করে তৈরি করা হয় এই রিপোর্টটি।

হুমকি, ষড়যন্ত্রের ব্য়াপারে চলতি বছরের রিপোর্টে অনেকটাই ঠাঁই পেয়েছে ইউনূসের বাংলাদেশ ও চিন। এই দুই মিলেই কিছু একটা কাণ্ড ঘটাচ্ছে বলে দাবি আমেরিকা গোয়েন্দা সংস্থার। সেই রিপোর্টে বলা হয়েছে, খেলছে বাংলাদেশ, প্রশিক্ষণ দিচ্ছে চিন। এমনকি, পদ্মা পাড়ে নিজেদের সামরিক পরিকাঠামো তৈরি করছে শিয়ের দেশ।

চিনের এই সামরিক পরিকাঠামো বিস্তারের ক্ষেত্রে তালিকায় বাংলাদেশ ছাড়াও নাম রয়েছে মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, কিউবা, কেনিয়া, গিনি, সিসিলস, তানজানিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নামিবিয়া, মোজাম্বিক, গ্যাবন, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং তাজিকিস্তানের।

সেই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, মূলত আমেরিকা ও তার মিত্রপক্ষের দেশগুলিকে বিপাকে ফেলতে এবং পূর্ব এশিয়ার বেতাজ বাদশা হতেই এত পরিকল্পনা করছে শি জিনপিং।

উল্লেখ্য, শুধু বাংলাদেশই নয়, এই রিপোর্টে পাকিস্তানের গোপন ফন্দিও ফাঁস করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তারা জানিয়েছে, চিনের সাহায্য নিয়ে ‘আগুন’ তৈরি করছে পাকিস্তান। সংঘর্ষ মিটলেও, এখনও ক্ষত ভোলাতে পারেনি তারা। তাই ছক কষছে বদলা নেওয়ার। আর সেই কাজে তাদের দোসর হয়েছে চিনও।

মার্কিন রিপোর্ট বলছে, সীমান্তে সংঘর্ষ জারি রাখতে নিজেদের পরমাণু অস্ত্রগারকে আরও আধুনিক করছে পাকিস্তান। এমনকি, চিন থেকে প্রয়োজনীয় পরমাণু উপাদান এনে গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছে তারা।