India-Pakistan: ভারত-পাকিস্তানের দিকে ‘নজর’ রাখছে চিন! স্বীকার করল নিজেই, তলে তলে কী নতুন কোনও ফন্দি?

China on India-Pakistan: গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুযায়ী, চিনা বিদেশমন্ত্রী সেই দাবিকেই সমর্থন করেছেন। ফোনে পাক বিদেশমন্ত্রীকে বলেছেন, চিন আশা করে দুই দেশই যেন সহনশীলতা দেখায়, একে অপরের সঙ্গে আলোচনা করে এই চাপের পরিস্থিতি সহজ করে নেয়।

India-Pakistan: ভারত-পাকিস্তানের দিকে নজর রাখছে চিন! স্বীকার করল নিজেই, তলে তলে কী নতুন কোনও ফন্দি?
ফাইল চিত্র।Image Credit source: X

|

Apr 28, 2025 | 6:39 AM

বেজিং: চারিদিকে শত্রু। পহেলগাঁও হামলার পর মিনমিনে সুর থাকলেও, শেষ পর্যন্ত আসল রূপ ধরে নিল চিনও। সেই পাকিস্তানের পাশেই চিন। রবিবার চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই ফোনে কথা বলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দারের সঙ্গে। বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে পরিস্থিতি কোনদিকে যায়, তার উপরে নজর রাখছে চিন।

পহেলগাঁও হামলার দায় ঝেড়ে নিরপেক্ষ তদন্তের কথা বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুযায়ী, চিনা বিদেশমন্ত্রী সেই দাবিকেই সমর্থন করেছেন। ফোনে পাক বিদেশমন্ত্রীকে বলেছেন, চিন আশা করে দুই দেশই যেন সহনশীলতা দেখায়, একে অপরের সঙ্গে আলোচনা করে এই চাপের পরিস্থিতি সহজ করে নেয়।

জানা গিয়েছে, জঙ্গি হামলার পর কী কী হয়েছে, ভারত কী পদক্ষেপ করেছে, তা নিয়ে চিনা বিদেশমন্ত্রীকে বিস্তারিত তথ্য জানিয়েছেন পাক বিদেশমন্ত্রী। পাল্টা জবাবে চিনের তরফে বলা হয়েছে, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সহজ দেশের দায়িত্ব। পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে যে পদক্ষেপ করছে, চিন তা সমর্থন করে।”

প্রসঙ্গত, পাকিস্তান মুখে অস্বীকার করলেও, ভারতের হাতে একাধিক প্রমাণ রয়েছে, যাতে স্পষ্ট ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় পাকিস্তানের হাত ছিল। সূত্রের খবর, জঙ্গিদের পালাতে সাহায্য করেছে পাক সেনাই। পাকিস্তানকে শিক্ষা দিতে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। বাতিল করা হয়েছে সমস্ত পাকিস্তানিদের ভিসাও।