প্যারিস: যে কোনও সাধারণ ফ্লু-র থেকে প্রায় ৩ গুণ অধিক মারাত্মক করোনাভাইরাস (COVID-19)। শুক্রবার এমনই তথ্য প্রকাশ করলেন ফ্রান্সের গবেষকরা। ইতিমধ্যেই ল্যান্সেট জার্নালে প্রকাশিত হয়েছে সেই তথ্য। যেখানে ফ্রান্সের গবেষকরা তথ্য বিশ্লেষণ করে বুঝিয়েছেন এই কথা।
গবেষকরা ৮৯ হাজার ৫৩০ জন করোনা রোগীর সঙ্গে ৪৫ হাজার ৮১৯ জন ইনফ্লুয়েঞ্জা আক্রান্তর তুলনা করেছেন। যেখানে দেখা গিয়েছে ১৬.৯ শতাংশ করোনা আক্রান্ত প্রাণ হারিয়েছেন। সেখানে ইনফ্লুয়েঞ্জায় প্রাণ হারিয়েছেন ৫.৮ শতাংশ রোগী। পাশাপাশি গবেষকরা দেখেছেন, সাধারণ ফ্লুর থেকে করোনায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সংখ্যাও বেশি।
করোনা আক্রান্ত ব্যক্তিদের আইসিইউতে রাখার প্রবণতাও ইনফ্লুয়েঞ্জা আক্রান্তদের থেকে বেশি। করোনা আক্রান্ত হলে ১৬.৩ শতাংশ রোগীদের আইসিইউতে রাখতে হয়। সেখানে ১০.৮ শতাংশ ইনফ্লুয়েঞ্জা আক্রান্তকে আইসিইউতে রাখার প্রয়োজন পড়ে। সব তথ্য পর্যালোচনা করে গবেষকরা জানিয়েছেন, করোনাকে সাধারণ ফ্লুর সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। সাধারণ ফ্লুর থেকে অনেক বেশি মারাত্মক নোভেল করোনাভাইরাস।
আরও পড়ুন: করোনা আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ
সারা বিশ্বে এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে ৭ কোটিরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ১৬ লক্ষাধিক। সারা বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্তর ঠিকানা আমেরিকা। মার্কিন মুলুকে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৬ লক্ষেরও বেশি মানুষ। ভারতেও করোনা আক্রান্তর সংখ্যা প্রায় ১ কোটি।