AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ

সে দেশের সরকার জানিয়েছে, আজ করোনা রিপোর্ট পজেটিভ এসেছে ফ্রান্সের রাষ্ট্রনায়কের।

করোনা আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ
ফাইল চিত্র
| Updated on: Dec 17, 2020 | 3:46 PM
Share

প্যারিস: করোনা আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। তিনি নিজেকে আইসেলেশনে রাখার কথা জানিয়েছেন। বিবৃতি দিয়ে সে দেশের সরকার জানিয়েছে, আজ করোনা রিপোর্ট পজেটিভ এসেছে ফ্রান্সের রাষ্ট্রনায়কের।

দেশের জাতীয় নির্দেশিকা মেনে পরবর্তী ৭ দিনের জন্য আইসোলেশনে থাকবেন ম্যাক্রঁ। আইসোলেশনে থেকেই নিজের কাজ চালিয়ে যাবেন তিনি। এর আগেও বিশ্বের একাধিক রাষ্ট্রনায়কের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। এর আগে করোনা আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মার্কিন নির্বাচনের আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনার দ্বিতীয় ওয়েভের জেরে চলতি সপ্তাহেই সে দেশে লকডাউনের কড়াকড়ি বাড়িয়েছে ফ্রান্স প্রশাসন। সারা বিশ্ব জুড়ে ভ্যাকসিন নিয়ে সুখবর এলেও ফ্রান্সে রাশ নামছে না সংক্রমণের গতিতে। দ্রুত করোনা আক্রান্ত হচ্ছেন সে দেশের নাগরিকরা।সেখানে সন্ধেয় ৮ টা থেকে সারারাতব্যাপী কার্ফু জারি রয়েছে এখন। সে দেশে এপর্যন্ত  ৫৯ হাজারেরও বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। বুধবারও ফ্রান্সে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার মানুষ। সামনেই বড়দিনের উৎসব। উৎসবের মরশুমে সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন গবেষকরা।

আরও পড়ুন: ‘প্রতিবেশী প্রথম’ নীতির ভিত্তিই বাংলাদেশ, হাসিনাকে বললেন নমো

ব্রিটেন ও আমেরিকায় করোনার টিকাকরণ চলছে। ফ্রান্সের সরকারও বছর শেষের আগে হাতে ১১ লক্ষেরও বেশি করোনা প্রতিষেধক পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে ব্রিটেনে টিকাকরণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও।