Bangladesh: হঠাৎ দরজায় ধাক্কা! নির্যাতনের আগে কী ঘটেছিল কুমিল্লার হিন্দু মহিলার বাড়িতে?
Bangladesh: আপাতত সে বিএনপি নাকি আওয়ামী লিগের নেতা-কর্মী তাতে যায় আসে না। যায় আসে সে একজন ধর্ষণ অভিযুক্ত। বাংলাদেশের কুমিল্লায় এক হিন্দু মহিলাকে পৈশাচিক অত্যাচারের দায়ে অভিযুক্ত সে।

কুমিল্লা: তখন রাত ১১টা। কুমিল্লায় নিজের বাবার বাড়িতে ছিলেন নির্যাতিতা। সঙ্গে ছিল তার দুই সন্তান। হঠাৎ দরজায় কে যেন কড়া নাড়ে। কিন্তু এত রাতে কাউকেই ঢুকতে দিতে চায় না সে। এরপরই বাড়তে থাকে দরজায় ধাক্কাধাক্কি। কিছুক্ষণের মধ্যেই দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে ফজর আলি।
স্থানীয়রা বলছেন, সে বিএনপি কর্মী। কিন্তু বিএনপি আবার তা স্বীকার করতে নারাজ। তাদের দাবি, ফজর আওয়ামী লিগের কর্মী। এদিকে পুলিশ বলছে, ফজর বিএনপি কর্মী ও দাপুটে নেতাও। আপাতত সে বিএনপি নাকি আওয়ামী লিগের নেতা-কর্মী তাতে যায় আসে না। যায় আসে সে একজন ধর্ষণ অভিযুক্ত। বাংলাদেশের কুমিল্লায় এক হিন্দু মহিলাকে পৈশাচিক অত্যাচারের দায়ে অভিযুক্ত সে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার পরিবারের থেকে ৩৫ হাজার টাকা পেত ফজর। নির্যাতিতার বাবাই সেই টাকা ধার নিয়েছিলেন। কিন্তু সময়ের মধ্যে তা ফেরত দিতে পারেননি। এর আগেও বহুবার সেই টাকা চেয়ে তাদের বাড়িতে হানা দিয়েছিল অভিযুক্ত। বৃহস্পতিবারও গিয়েছিল টাকাই চাইতেই। তখন বাড়িতে নির্যাতিতা বাবা-দাদা কেউ না থাকায়, তার সুযোগ নেয় অভিযুক্ত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আপাতত কুমিল্লা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই নির্যাতিতা। গোটা ঘটনায় ফজর ছাড়াও গ্রেফতার করা হয়েছে তার বেশ কিছু সাঙ্গপাঙ্গকে। বৃহস্পতিবার ধর্ষণের একটি ভিডিয়ো করে সমাজমাধ্যমে ছড়িয়ে তার ওই সাঙ্গপাঙ্গরা। তাদের আপাতত বাগে টেনেছে বাংলাদেশ পুলিশ।

