AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ইউনূসের যমুনার সামনে ‘বাঁধ’ ঢাকা পুলিশের, সোম থেকে জারি বিরাট নির্দেশিকা

Yunus Government: এবার ওই ঘটনারই যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে, সেই কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত ঢাকা মহানগর পুলিশের। আপাতত ভাবে ইউনূসের বাসভবনের সামনে সমস্ত প্রকারের মিটিং-মিছিল নিষিদ্ধ করেছে তারা।

Bangladesh: ইউনূসের যমুনার সামনে 'বাঁধ' ঢাকা পুলিশের, সোম থেকে জারি বিরাট নির্দেশিকা
ইউনূসImage Credit: Getty Image
| Updated on: Jun 09, 2025 | 8:16 PM
Share

ঢাকা: সাম্প্রতিককালে নির্বাচন ঘিরে বাংলাদেশে তৈরি হয়েছিল নানা টালবাহানা। ডিসেম্বরের মধ্যে দেশে জাতীয় নির্বাচন করানোর দাবিতে কার্যত ঘেরাও হয়েছে ইউনূসের বাসভবন। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ, মিছিল ও বৈঠক সবই করেছে রাজনৈতিক দলগুলি।

এবার ওই ঘটনারই যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে, সেই কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত ঢাকা মহানগর পুলিশের। আপাতত ভাবে ইউনূসের বাসভবনের সামনে সমস্ত প্রকারের মিটিং-মিছিল নিষিদ্ধ করেছে তারা।

রবিবার মহানগর পুলিশের কমিশনার সাজ্জাত আলী একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ অর্ধাদেশের ২৯ নং ধারার ক্ষমতাবলে সোমবার অর্থাৎ আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা, বৈঠক, মিছিল নিষিদ্ধ করা হল।

বলে রাখা ভাল, সচিবালয় বা বাসভবনের পার্শ্ববর্তী এলাকার মধ্য়ে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যেমন কাকরাইল মোড়, শাহবাগ মোড়। এই দুই রাস্তাতেই সম্প্রতি আন্দোলনে নেমেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আন্দোলনে নেমেছিল বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনও।

ওয়াকিবহাল মহল বলছে, ইদের কারণ বাংলাদেশ এখন উৎসবমুখী হয়েছে। অন্যদিকে প্রধান উপদেষ্টাও বেরিয়ে পড়েছে ব্রিটেন সফরে। তাই সেই সুযোগকে ব্যবহার করেই আগেভাগে এই পদক্ষেপ মহানগর পুলিশের। যমুনাভবনের উপর যাতে ফের নতুন করে কোনও উত্তেজনার আঁচ না পরে সেই কথা মাথায় রেখেই আগাম সর্তক হয়েছে ইউনূসের প্রশাসন।