Russian TV Channel Workers Quit On Air: সোভিয়েত পতনের সময়ও টিভিতে চলেছিল ‘সোয়ান লেক’! সেই ভিডিয়ো চালিয়েই ইস্তফা সমস্ত কর্মীর

Russia-Ukraine Conflict: রেইন চ্যানেল অন্যতম প্রতিষ্ঠাতা নাতালিয়া সিন্দেয়েভা জানান, চ্যানেলের শেষ অনুষ্ঠানে শো চলাকালীনই 'নো টু ওয়ার' এই বার্তা দিয়ে সমস্ত কর্মীরা স্টুডিয়ো থেকে বের হয়ে যান। কর্মীরা বেরিয়ে যাওয়ার পরই 'সোয়ান লেক'-র ব্যালে নৃত্যের ভিডিয়ো দেখানো হয়।

Russian TV Channel Workers Quit On Air: সোভিয়েত পতনের সময়ও টিভিতে চলেছিল সোয়ান লেক! সেই ভিডিয়ো চালিয়েই ইস্তফা সমস্ত কর্মীর
শো চলাকালীনই বেরিয়ে যাচ্ছেন সমস্ত কর্মীরা। ছবি: ভিডিয়ো থেকে সংগৃহীত।

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 05, 2022 | 9:00 AM

মস্কো: এভাবে প্রতিবেশী দেশের সঙ্গেই যুদ্ধ শুরু হোক, তা চাননি কেউই। কিন্তু রাজায় রাজায় যুদ্ধ শুরু হওয়ায়, মাঝখানে পিষে মরতে হচ্ছে সাধারণ মানুষকেই। তবে তারা যে যুদ্ধ চান না, সেই বার্তা সরকারের কাছে পৌঁছে দিতেই টেলিভিশন শো (Television Show) চলাকালীনই সমস্ত কর্মচারীরা ইস্তফা দিলেন। ঘটনাটি ঘটেছে রাশিয়ায় (Russia)। সেখানে একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলের সমস্ত কর্মীরা শো চলাকালীনই একযোগে ইস্তফা দেন। জানা গিয়েছে, ইউক্রেনের যুদ্ধ নিয়ে খবর সম্প্রচার করার কারণেই রাশিয়ার প্রশাসনের তরফে ওই টেলিভিশন চ্যানেলের কাজ বন্ধ করার নির্দেশ দেয়। এরপরই রেইন চ্যানেলের কর্মীরা মিলিতভাবে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন।

রেইন চ্যানেল অন্যতম প্রতিষ্ঠাতা নাতালিয়া সিন্দেয়েভা জানান, চ্যানেলের শেষ অনুষ্ঠানে শো চলাকালীনই ‘নো টু ওয়ার’ এই বার্তা দিয়ে সমস্ত কর্মীরা স্টুডিয়ো থেকে বের হয়ে যান। কর্মীরা বেরিয়ে যাওয়ার পরই ‘সোয়ান লেক’-র ব্যালে নৃত্যের ভিডিয়ো দেখানো হয়। পরে চ্যানেলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, অনির্দিষ্টকালের জন্য চ্যানেলের সম্প্রচার পরিষেবা বন্ধ করা হচ্ছে। ইতিমধ্যেই কর্মীদের ইস্তফা দেওয়ার এই চমকপ্রদ পন্থা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, ১৯৯১সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, তখন সরকার পরিচালিত টিভি চ্যানেলে এই সোয়ান লেকের ভিডিয়োই দেখানো হয়েছিল।

শুধু টিভি চ্যানেলই নয়, এখো মস্কি নামক একটি রেডিয়ো স্টেশনও ইউক্রেন নিয়ে খবর সম্প্রচার করায়, প্রশাসনের তরফে চাপ সৃষ্টি করে রেডিয়ো স্টেশনে বন্ধ করে দেওয়া হয়েছে।  তবে ইউটিউবে এখনও এই স্টেশনের সম্প্রচার শোনা যাচ্ছে। জানা গিয়েছে, ইউক্রেনের উপরে রাশিয়া আক্রমণ করার পরই ওই রেডিয়ো স্টেশনে ইউক্রেনীয় সাংবাদিকদের নিয়ে একটি সাক্ষাৎকার সম্প্রচার করা হয়েছিল।  এরপরই রুশ প্রশাসনের তরফে ওই রেডিয়ো স্টেশন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।