EXPLAINED: শহিদদের রক্ত হয়ে গেল ব্যর্থ? আজ কি জিতে গেলেন জিন্নাহ?

International Language Day: বৃহস্পতিবার রাতেই  কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী কলেজ সংলগ্ন মাঠে শহিদ মিনার ভেঙে ফেলে মৌলবাদী জিহাদিরা। এই ঘটনা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মাতৃভাষা দিবস ও পুষ্পস্তবক দিতে বাধা দেয় উগ্রবাদী মৌলবাদীরা, এমনটাই খবর মিলেছে।

EXPLAINED: শহিদদের রক্ত হয়ে গেল ব্যর্থ? আজ কি জিতে গেলেন জিন্নাহ?
Image Credit source: GFX- TV9 Bangla

|

Feb 22, 2025 | 11:01 AM

‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা’ বিশ্বের অন্যতম মিষ্টি ভাষা বাংলা। আজ বিশ্ব মাতৃভাষা দিবস। এই বাংলা ভাষাই বিশ্বকে বুঝিয়েছিল মাতৃভাষার গুরুত্ব। নিজের ভাষা, মাতৃভাষাকে রক্ষা করতে রক্ত ঝরাতে, আত্মবলিদান করতেও দু’বার ভাবেনি রফিক, সালাম, আব্দুল, জব্বার, শফিউল, সালাম, বরকতরা। এই বাংলা ভাষার জন্য লড়াই দেখেই বিশ্ব অনুপ্রাণিত হয়েছিল। মাতৃভাষার গুরুত্ব বুঝেছিল। এরপরই বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের কাছে আজ মাতৃভাষা দিবস হলেও, বাংলাদেশ এই দিনটাকে মনে রাখে ‘অমর একুশে’ হিসাবেই। প্রতি বছরই সাড়ম্বরে পালিত হয় এই দিনটি। তবে এবারের ছবিটা যেন আলাদা। একুশে ফেব্রুয়ারি ‘মাতৃভাষা দিবস’ হিসাবে পালিত হলেও, তার উদযাপনটা যেন আলাদা। কোথাও কোথাও আবার মাতৃভাষা দিবস পালনই করতে দেওয়া হল না। এটা কি সেই বাংলাদেশ, যে দেশ ভাষার জন্য রক্ত ঝরিয়েছিল? ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন