
বৈসরণের রক্তপাত দীর্ঘসময় মনে রাখবে ভারত। সবুজ উপত্যকায় একের পর এক নিরপরাধ পর্যটকের লাশ ফেলে দেওয়া হল ধর্মের বিচারে! কীভাবে বদলা নেবে ভারত? তা নিয়ে আলোচনা চলছে দফায় দফায়। চলছে মহড়াও। পাকিস্তানও যে আশঙ্কায় ভুগছে, তা তাদের নেতা-মন্ত্রীদের গলাতেই স্পষ্ট। তবে উত্তর-পশ্চিম প্রান্তের পাশাপাশি নজর রাখতে হচ্ছে দেশের পূর্ব সীমান্তেও। কারণ, ৭১-এ জন্ম নেওয়া বাংলাদেশের চরিত্র আর আগের মতো নেই। হামলার জবাব বা মৃত্যুর বদলা নিয়ে যখন নর্থ ব্লকে মিটিং-এর পর মিটিং চলছে, তারই মধ্যে বাংলাদেশের সঙ্গে বাঁধন আরও পোক্ত করার কথা বলছে পাকিস্তান। পাক প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা মহম্মদ আসিফের সেই বার্তা যেন দীর্ঘদিন পর কাছে পাওয়া বন্ধুর মতো। ভারত-পাক অশান্তির আবহের মাঝে সাম্প্রতিক এক অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগী হয়ে কাজ করার কথা শোনা গিয়েছে তাঁর মুখে। আসিফের মুখে সোনা গিয়েছে ‘হিস্টোরিক্যাল টাই’ বা অতীতের বন্ধনের...