Explained: মায়ানমারে মানবিক করিডর, বাংলাদেশের বিপদ বাড়িয়ে কেন ‘নোবেল’ সাজতে চাইছেন ইউনূস?

Myanmar-Bangladesh Humanitarian Corridor: বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা অন্তর্বর্তী সরকারের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, অনির্বাচিত ও অরাজনৈতিক সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে, এটা হতে পারে না। মায়ানমারে ত্রাণ পাঠানোর জন্য চ্যানেল বা করিডর- যাই-ই শব্দ ব্যবহার করা হোক না কেন, এতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে।

Explained: মায়ানমারে মানবিক করিডর, বাংলাদেশের বিপদ বাড়িয়ে কেন নোবেল সাজতে চাইছেন ইউনূস?

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 24, 2025 | 9:38 AM

ঘরে-বাইরে বিপদ ইউনূসের। একদিকে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপরে চাপ বাড়ছে, তার উপরে নতুন করে অস্বস্তি বাড়ছে রাখাইন মানবিক করিডর নিয়ে।  মায়ানমারের রাখাইন রাজ্য়ে ত্রাণ সাহায্য পৌঁছে দেওয়ার জন্য মানবিক করিডর তৈরির কথা বলেছে রাষ্ট্রপুঞ্জ। এই পথ তৈরি করতে হবে বাংলাদেশ দিয়ে। কিন্তু তাতে বাংলাদেশের কী লাভ? এই প্রশ্নই তুলেছে রাজনৈতিক দলগুলি। বেঁকে বসেছে তারা। ফলে ফাঁপরে পড়েছেন মহম্মদ ইউনূস। না তিনি রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব ফেরাতে পারছেন, না দেশের বিপক্ষে গিয়ে মানবিক করিডরে সম্মতি জানাতে পারছেন! মানবিক করিডর কী, কেন মায়ানমারে এই করিডর তৈরির কথা বলা হচ্ছে, তাতে বাংলাদেশের এত মাথাব্য়থা কেন, এই সব বিষয় বোঝার আগে সে দেশের পরিস্থিতি সম্পর্কে একটু জানা দরকার। পূর্বের ব্রহ্মদেশ হল এই মায়ানমার। ৫ কোটির বাসিন্দার এই দেশে বারবার সেনার শাসন হয়েছে। ১৯৮৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সেনাই ক্ষমতায় ছিল। পরে সরকার নির্বাচিত হয়,...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন