জেনেভা: বিশ্বমঞ্চে আবারও পাকিস্তানকে তুলোধনা। কর্মের ফল যে পেতেই হয়, তা বুঝিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৭৯ তম অধিবেশনেই বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে আক্রমণ করেন বিদেশমন্ত্রী। কটাক্ষের সুরে তিনি বলেন যে পাকিস্তান তার কর্মের জন্য বিশ্বের তালিকায় ক্রমাগত পিছিয়ে পড়ছে।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “বহু দেশ পিছিয়ে পড়ে এমন কিছু পরিস্থিতির জন্য, যা তাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু কিছু আবার নিজেদের ভেবে চিন্তে নেওয়া সিদ্ধান্তের কারণেই পিছিয়ে পড়ে। এর অন্যতম উৎকৃষ্ঠ উদাহরণ হল পাকিস্তান।”
তিনি বলেন, “দুঃখজনকভাবে ওদের খারাপ কাজের ফল অন্যদেরও প্রভাবিত করে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলিকে। যখন রাজনীতি জনগণের মধ্যে ধর্মান্ধতা জাগিয়ে তোলে, তখন দেশের জিডিপি শুধুমাত্র মৌলবাদের পরিপ্রেক্ষিতে এবং সন্ত্রাসবাদের আকারে এর রফতানির ভিত্তিতেই পরিমাপ হয়।”
পাকিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য অন্য কাউকে দোষ দেওয়া উচিত নয়, বরং এটি তার কর্মের ফল বলেই উল্লেখ করেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, “যে দেশ অন্যের জমি দখল করার চেষ্টা করে, তাদের মুখোশ খুলে দেওয়া এবং পাল্টা জবাব দেওয়া জরুরি”।
রাষ্ট্রপুঞ্জের সভাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কাশ্মীরের পরিস্থিতিকে প্যালেস্তাইনের সঙ্গে তুলনা করেছিলেন। তার পাল্টা জবাবে বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানান যে পাকিস্তানকে কর্মের ফল ভুগতে হবে।
পাকিস্তানকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, “গতকালই আমরা এই ফোরামে বেশ কিছু অদ্ভুত অভিযোগ শুনেছি। আমি ভারতের অবস্থান স্পষ্ট করে দিতে চাই। পাকিস্তানের এই সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদ পরিচালনের নীতি কখনও সফল হবে না। এর দায়ও এড়াতে পারে না ওরা। কর্মের ফল পেতেই হবে। দুই দেশের মধ্য়ে এই সমস্যার সমাধান তখনই সম্ভব যখন পাকিস্তান ভারতের যে জমি বেআইনিভাবে দখল করে রেখেছে, তা দখলমুক্ত করবে এবং সন্ত্রাসবাদের সঙ্গে তাদের দীর্ঘকালীন সম্পর্ক ছেদ করবে।”