India-US Relation: এবার কি শেষের শুরু বাংলাদেশের? ট্রাম্পের ‘কানে কানে’ কী বলে এলেন জয়শঙ্কর?
Bangladesh Situation: আমেরিকার নতুন স্টেট সেক্রেটারি হয়েছেন মার্কো রুবিও। নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন মাইক ওয়াল্টজ। তাঁদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনাতেই বাংলাদেশের বর্তমান অবস্থার প্রসঙ্গ উঠে আসে।
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণে ভারতের প্রতিনিধি হিসাবে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চারদিনের মার্কিন সফরে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি নতুন প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গেও বৈঠক করছেন। আর সেই আলোচনাতেই উঠে আসল বাংলাদেশ প্রসঙ্গ।
আমেরিকার নতুন স্টেট সেক্রেটারি হয়েছেন মার্কো রুবিও। নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন মাইক ওয়াল্টজ। তাঁদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনাতেই বাংলাদেশের বর্তমান অবস্থার প্রসঙ্গ উঠে আসে।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে, সে বিষয়ে কোনও আলোচনা হয়েছে নাকি। জবাবে বিদেশমন্ত্রী বলেন, “হ্যাঁ, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অল্প আলোচনা হয়েছে। এর থেকে বেশি গভীরে আলোচনা করা উচিত নয়।”
তবে আমেরিকায় ভারতীয় দূতাবাসে হামলা বা ভারতীয় কূটনীতিকদের হুমকির প্রসঙ্গ তিনি তোলেননি বলেই জানান। তিনি বলেন, “আমি এই বিষয়টি তুলে ধরিনি। তবে আমি বলতে চাই সান ফ্রান্সিসকোয় আমাদের কনসুলেটে হামলার বিষয়টি অত্যন্ত উদ্বেগের। যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে আশা রাখি।”