পার পেল না থিম্পু! করোনায় প্রথম মৃত্যু ভুটানে

সুমন মহাপাত্র |

Jan 08, 2021 | 7:06 PM

'উৎস' চিনের প্রতিবেশী দেশ হলেও ভুটানে করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছিল প্রশাসন।

পার পেল না থিম্পু! করোনায় প্রথম মৃত্যু ভুটানে
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: শেষরক্ষা হল না। কঠোর লকডাউনের পথে হেঁটেও করোনায় মৃত্যু রুখতে পারল না ভুটান (Bhutan)। করোনা শুরুর প্রায় ১০ মাস পর প্রথম করোনায় মৃত্যুর খবর এল হিমালয়ের কোলে থাকা এই দেশ থেকে। করোনা মহামারীর শুরুর পর থেকেই কড়া ব্যবস্থা নিয়েছে ভুটান। একেবারে প্রথম দিন থেকে কোনও পর্যটককে সীমানা অতিক্রম করতে দেয়নি পর্যটন নির্ভর এই দেশ।

সংক্রমণের গতিতেও রাশ টানতে সক্ষম হয়েছিল ৭ লক্ষ ৫০ হাজার মানুষের দেশ। কিন্তু প্রাণহানি রোখা গেল না। শুক্রবার দেশে প্রথম করোনায় প্রাণ হারালেন ৩৪ বছরের এক ব্যক্তি। রাজধানী থিম্পুতে যকৃতের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। পরে করোনা রিপোর্ট পজেটিভ আসে। ‘উৎস’ চিনের প্রতিবেশী দেশ হলেও ভুটানে করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছিল প্রশাসন।

আরও পড়ুন: ক্যাপিটলে হামলাকারীদের ভিড়ে ভারতের পতাকা! কার হাতে তেরঙা ছিল জানেন?

তবে ডিসেম্বরে সে দেশে বাড়তে শুরু করে করোনা আক্রান্তর সংখ্যা। ৪০০ থেকে বেড়ে করোনা আক্রান্তর সংখ্যা হয় ৭৭০। তখন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই সংক্রমণ আগের থেকে আরও বেশি। এর পরে আবারও কড়া পদক্ষেপ করে ভুটান। জেলার বাইরে কিংবা দেশের বাইরে যেতে হলে বাধ্যতামূলক করা হয় ‘স্পেশ্যাল মুভমেন্ট’ কার্ড।

Next Article