Airpods: অ্যাপলের এয়ারপড তৈরি হবে ভারতে, জোর টেক্কা চিনকে

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Updated on: Mar 16, 2023 | 5:47 PM

Foxconn: অ্যাপলই ফক্সকনকে ভারতে কারখানা তৈরির কথা জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফক্সকনের দুই কর্তা এ কথা জানিয়েছেন রয়টার্সকে।

Airpods: অ্যাপলের এয়ারপড তৈরি হবে ভারতে, জোর টেক্কা চিনকে

নয়াদিল্লি: অ্যাপল সংস্থার বিভিন্ন জনপ্রিয় পণ্য তৈরি করে তাইওয়ানের সংস্থা ফক্সকন (Foxconn)। সেই তালিকায় রয়েছে আইফোন, এয়ারবুক, এয়ারপডের মতো ইলেক্ট্রনিক্স দ্রব্য। কিন্তু এই উৎপাদন হয় মূলত চিন ও তাইওয়ান নির্ভর। সেখান থেকে এই সংস্থার উৎপাদিত পণ্য বিক্রি হয় বিশ্বের বাজারে। ভারতীয়রা যে এয়ারপড ব্যবহার করেন, তা মূলত উৎপাদিত হয় চিনে। কিন্তু সেই অবস্থার পরিবর্তন ঘটতে চলেছে আগামী কয়েক বছরে। ভারতেই কারখানা গড়ে অ্যাপলের এয়ারপড তৈরি করবে ফক্সকন। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স এ কথা সম্প্রতি এ কথা জানিয়েছে। যদিও অ্যাপলের ইলেক্ট্রনিক্স দ্রব্যের অধিকাংশই তৈরি করে ফক্সকন। প্রায় ৭০ শতাংশ আইফোন তৈরি হয় ফক্সকনের কারখানায়। যার অধিকাংশই হয় চিনে। সেই প্রবণতা পরিবর্তন এ ব্যাপারে নতুন দিশা তৈরি করতে পারে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।

আইফোন, এয়ারপডের মতো পণ্য তৈরিতে চিন নির্ভরতা কমানোর কথা আগেই শোনা গিয়েছিল অ্যাপলের তরফে। চিন থেকে কারখানা সরালে ভারত তাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। অ্যাপলই ফক্সকনকে ভারতে কারখানা তৈরির কথা জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফক্সকনের দুই কর্তা এ কথা জানিয়েছেন রয়টার্সকে। ভারতে গড়া কারখানায় এয়ারপড তৈরির ব্যাপারে ফক্সকনের সঙ্গে অ্যাপলের চুক্তির কথা উল্লেখিত হয়েছে রয়টার্সের রিপোর্টে।

ফক্সকন সূত্রে জানা গিয়েছে, এয়ারপড উৎপাদনের প্ল্যান্ট ভারতে তৈরি করবে ফক্সকন। তেলঙ্গানায় এই প্ল্যান্ট তৈরি করা হবে। ২০ কোটি ডলার ব্যয়ে তৈরি হবে এই প্ল্যান্ট। তবে এই প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা কী রকম হবে, সেখানে যন্তাংশ তৈরি হবে, না পুরো এয়ারপড অ্যাসেম্বলও হয়ে আসবে, সে বিষয়গুলি এখনও স্পষ্ট হয়নি। তবে ২০২৪ সালের মধ্যে ফক্সকন ইন্টারকানেক্ট টেকনোলজির কারখানা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। সেখান থেকে উৎপাদনও শুরু হবে। তবে এই রিপোর্ট প্রকাশিত হলেও, এ ব্যাপারে এখই মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল ও ফক্সকন। তবে চিনের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের অবনতি হয়েছে বিগত কয়েক বছরে। কোভিডের নিয়মের কড়াকড়িতে চিনে থাকা কারখানায় উৎপাদনও ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের পণ্য তৈরির ক্ষেত্রে চিনের বিকল্প খুঁজছে অ্যাপল। সেই গন্তব্য ভারত হলে তা আগামী দিনে অন্য মাত্রা যোগ করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla