Emmanuel Macron: মোদীর সফরের মাঝেই কাটা আঙুলের বাক্স ‘উপহার’ পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট!

France: ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর নামে ফার্স্ট ক্লাস পোস্টে একটি পার্সেল আসে ইলিসি প্যালেসে। ওই পার্সেলের সঙ্গে কোনও চিঠি ছিল না বলেই জানা গিয়েছে। 

Emmanuel Macron: মোদীর সফরের মাঝেই কাটা আঙুলের বাক্স 'উপহার' পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট!
ইম্যানুয়েল ম্যাক্রঁ।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2023 | 12:34 PM

প্যারিস: বিদেশ সফরে বা অন্য কোনও দেশের অতিথিরা এলে, বহুমূল্য অনেক উপহারই পান রাষ্ট্রপ্রধানরা। কিন্তু কোনও দেশের প্রেসিডেন্টকে কাটা আঙুল উপহার পেতে শুনেছেন কখনও? অবিশ্বাস্য লাগলেও, এটাই সত্যি। এই উপহার পেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্য়াক্রঁ (Emmanuel Macron)। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) যেখানে তাঁর জন্য উপহারের ঝুলি সাজিয়ে নিয়ে গিয়েছিলেন, সেখানেই ফ্রান্সের প্রেসিডেন্ট উপহার পেলেন একটি কাটা আঙুল (Chopped Finger)। যে ব্যক্তির আঙুল কেটে পাঠানো হয়েছিল, তাঁকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে এবং তাঁর চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। গোপনীয়তার স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ্যে আনা হবে না বলেই জানানো হয়েছে।

সম্প্রতিই ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর নামে ফার্স্ট ক্লাস পোস্টে একটি পার্সেল আসে ইলিসি প্যালেসে। ওই পার্সেলের সঙ্গে কোনও চিঠি ছিল না বলেই জানা গিয়েছে।  প্রেসিডেন্টের অফিস সূত্রে জানা গিয়েছে, প্রথমে পার্সেলটি একটি ফ্রিজে রাখা ছিল, যেখানে পুলিশকর্মীরা তাদের খাবার রাখেন। আঙুলটি যাতে সংরক্ষিত থাকে এবং সহজেই নজরে আসে, তার জন্যই এই কাজ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।

ফ্রিজে বাক্সে রাখা কাটা আঙুল দেখতে পেয়েই চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কী উদ্দেশে কাটা আঙুল পাঠানো হয়েছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, যে ব্যক্তির আঙুল কেটে পাঠানো হয়েছিল, তাঁকে চিহ্নিত করা গিয়েছে এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও একাধিক অদ্ভুতুড়ে জিনিস উপহার পেয়েছেন ম্য়াক্রঁ। এরমধ্যে অন্যতম ছিল বুলেট। তবে এই প্রথম কোনও কাটা দেহাংশ পাঠানো হল।