প্যারিস: আইসিস (ISIS) শিবিরে বড় ধাক্কা, বিশেষ অভিযানে খতম করা হল গ্রেটার সাহারার আইসিস প্রধান আদনান আবু ওয়ালিদ আল-শাহরাউয়িকে (Adnan Abu Walid al-Sahrawi)। মার্কিন সেনা ও বিদেশি স্বেচ্ছাসেবক-সমাজকর্মীদের উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগে দীর্ঘদিন ধরেই তাঁকে খোঁজা হচ্ছিল। অবশেষে সাফল্য পেয়েছে ফরাসি সেনা (French Troops), এমনটাই জানানো হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ(Emmanuel Macron)-ও টুইট করে জানিয়েছেন, আইসিস নেতা আদনান আবু ওয়ালিদ আল-শাহরাউয়িকে খতম করেছে ফরাসি সেনা। ওই অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য না জানালেও প্রেসিডেন্ট বলেন, “সাহেলে সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে আমাদের অভিযানে ফের একবার সাফল্য মিলল।”
Adnan Abou Walid al Sahraoui, chef du groupe terroriste État islamique au Grand Sahara a été neutralisé par les forces françaises. Il s’agit d’un nouveau succès majeur dans le combat que nous menons contre les groupes terroristes au Sahel.
— Emmanuel Macron (@EmmanuelMacron) September 15, 2021
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি জানান, ফ্রান্সের “বারখান শক্তি”র হামলাতেই প্রাণ হারিয়েছে শাহরাউয়ি। সাহেলে জিহাদিদের বিরুদ্ধে অভিযান চালায় ফরাসি সেনার এই বাহিনী। এই অভিযানে সাফল্য মেলায় বড় ধাক্কা খাবে জঙ্গি সংগঠনগুলি। তবে আমরা যুদ্ধ চালিয়ে যাব।
জানা গিয়েছে, ২০২০ সালে ফ্রান্সের ত্রাণকর্মীদের হত্যার পিছনে এই জিহাদি নেতারই হাত ছিল। ২০১৭ সালে নাইজারে মার্কিন বাহিনীর উপরও হামলা চালায় আইসিস বাহিনী। মার্কিন বাহি্নীর উপর হামলা চালানোর পরই আমেরিকার তরফে আদনানের মাথার দাম ৫০ লক্ষ ডলার ধার্য করা হয়।