Kabul Rocket Attack: লক্ষ্য ছিল ঘনবসতিপূর্ণ এলাকাই! কাবুলে ফের রকেট হামলায় বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা
রকেট হামলা থেকে স্থানীয় বাসিন্দারা সুরক্ষিত থাকলেও তাদের দাবি, রকেটের সেল চামতালাহ বৈদ্যুতিন সাব স্টেশনে গিয়ে পড়েছে। সেই অভিঘাতেই বিস্ফোরণ হয় এবং আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের বিদ্যুৎ পরিষেবা ব্য়হত হয়।
কাবুল: ফের রকেট হামলা আফগানিস্তানে (Afghanistan)। এ বারও নিশানায় সেই রাজধানী কাবুল (Kabul)। একটি স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কাবুলে একাধিক রকেট বর্ষণ (Rocket Attack) হয়। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর না মিললেও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের দাবি, বৃহস্পতিবার কাবুলের খইর খানা অঞ্চলে রকেট বর্ষণের শব্দ শোনা যায়। এক নয়, একাধিক রকেট বর্ষণ হয়েছে বলে দাবি। স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি, ওই অঞ্চলেই অবস্থিত একটি বিদ্যুৎ প্ল্যান্টে রকেট আঘাত করায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে।
রকেট হামলা থেকে স্থানীয় বাসিন্দারা সুরক্ষিত থাকলেও তাদের দাবি, রকেটের সেল চামতালাহ বৈদ্যুতিন সাব স্টেশনে গিয়ে পড়েছে। সেই অভিঘাতেই বিস্ফোরণ হয় এবং আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের বিদ্যুৎ পরিষেবা ব্য়হত হয়। ফের কবে লাইন সারাই হয়ে বিদ্যুৎ চালু হবে, তা বলতে পারছে না কেউই।
এ বারের বিস্ফোরণটি ছিল বিমানবন্দরের উল্টোদিকেই অবস্থিত ব্যারন হোটেলের সামনে। বিস্ফোরণের জের সামলে উঠতেই দেখা যায়, চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ। কারোর হাত পা নেই, কারোর আবার গোটা দেহটাই ঝলসে গিয়েছে। বিমানবন্দর লাগোয়া যে খালটি ছিল, তার জলের রঙ বদলে গিয়েছে রক্তের রঙে। সেখানেও পড়ে রয়েছে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া দেহগুলি। কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলের বিভিন্ন জায়গায় আরও দুটি থেকে তিনটি বিস্ফোরণ হওয়ার খবর মেলে। সব মিলিয়ে মোট ১০৩ জনের মৃত্য়ুর খবর মেলে। এদের মধ্যে ৯০ জন আফগান নাগরিক, ২৩ জন মার্কিন সেনা।