PM Modi’s Gift to Joe Biden: কলকাতায় তৈরি রুপোর গণেশের মূর্তি থেকে গুজরাটের লবণ, প্রেসিডেন্ট বাইডেনের জন্য কী কী উপহার নিয়ে গেলেন নমো?

PM Modi's US Visit: চন্দন কাঠের বাক্সের পাশাপাশি উপহার দেওয়া হয়েছে রুপোর একটি প্রদীপও। এই প্রদীপও কলকাতার ওই গহনা প্রস্তুতকারকের কাছ থেকে তৈরি করা হয়েছে।  

PM Modi's Gift to Joe Biden: কলকাতায় তৈরি রুপোর গণেশের মূর্তি থেকে গুজরাটের লবণ, প্রেসিডেন্ট বাইডেনের জন্য কী কী উপহার নিয়ে গেলেন নমো?
প্রেসিডেন্ট বাইডেনকে উপহার প্রধানমন্ত্রী মোদীর।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 9:18 AM

ওয়াশিংটন: “অতিথি দেব ভব”- এই মন্ত্রেই বিশ্বাসী ভারতীয়রা। অতিথিদের যেমন ঈশ্বরের সমতুল্য মনে করা হয় ভারতীয় সংস্কৃতিতে, তেমনই আবার খালি হাতেও কারোর বাড়িতে যাওয়া হয় না। প্রধানমন্ত্রী মোদীও সেই রীতি বজায় রাখলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) আমন্ত্রণেই সে দেশের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তবে খালি হাতে নয়, ঝুলি ভর্তি করে নিয়ে গিয়েছেন এক গুচ্ছ উপহার। তাতে প্রেসিডেন্ট জো বাইডেনের পছন্দসই উপহার যেমন রয়েছে, তেমনই আবার ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরে, এমন নানান উপহারও রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য কী কী উপহার নিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে গাঢ় বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুর পছন্দের কথাও জানেন প্রধানমন্ত্রী মোদী। সেই কারণেই প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দিলেন “দ্য টেন প্রিন্সিপাল উপনিষদ”। তবে এই উপহারের পিছনেও রয়েছে কাহিনি। প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় সময়ই উল্লেখ করেছেন, তিনি আইরিশ কবি উইলিয়াম বাটলার ইটসের ভক্ত। নিজের বক্তব্যেও মাঝে-মধ্যেই ইটসের কবিতার লাইন উদ্ধৃত করেছেন তিনি।

আইরিশ কবি আবার ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতায় ব্যাপক প্রভাবিত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর বন্ধুত্বও সর্বজনবিদিত। এই আইরিশ কবির হাত ধরেই পশ্চিমী দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলী। ১৯৩৭ সালে ইটস ভারতীয় উপনিষদের ইংরেজি সংস্করণ প্রকাশ করেন শ্রী পুরোহিত স্বামীর সাহায্য নিয়ে। এটিকে ইটসের শেষ কাজ বলেই মনে করা হয়। “দ্য টেন প্রিন্সিপাল উপনিষদ” নামক ওই বইয়ের প্রথম সংস্করণই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দিলেন।

এছাড়াও প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট বাইডেনকে একটি বিশেষ চন্দন কাঠের বাক্স উপহার দিয়েছেন। রাজস্থানের জয়পুরে এই বাক্স তৈরি করা হয়েছে। চন্দন কাঠ আনানো হয়েছে কর্নাটকের মাইসোর থেকে। ওই বাক্সের উপরে ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতির নানা চিত্র। ওই বাক্সে রয়েছে রুপোর গণেশের একটি মূর্তি। এই মূর্তি আবার তৈরি করেছেন কলকাতার স্বর্ণকার পরিবার, যারা পাঁচ প্রজন্ম জুড়ে এই কাজ করছেন।

চন্দন কাঠের বাক্সের পাশাপাশি উপহার দেওয়া হয়েছে রুপোর একটি প্রদীপও। এই প্রদীপও কলকাতার ওই গহনা প্রস্তুতকারকের কাছ থেকে তৈরি করা হয়েছে।

প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেওয়া হয়েছে একটি তাম্র পাত্র বা পিতলের প্লেট। উত্তর প্রদেশ থেকে আনানো এই তাম্র পাত্রে লেখা রয়েছে শ্লোক।

  • বেদে যে ‘দশ দানমে’র উল্লেখ করা হয়েছে, তা মেনে মার্কিন প্রেসিডেন্টকে রুপোর বাক্স উপহার দেওয়া হয়েছে।
  • গোদানের পরিবর্তে পশ্চিমবঙ্গের দক্ষ শিল্পীদের কাছ থেকে রুপোর নারকেল তৈরি করা হয়েছে, যা প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেওয়া হবে।
  • তিলদান করতে তামিলনাড়ু থেকে সাদা তিল আনানো হয়েছে প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেওয়ার জন্য।
  • স্বর্ণদান করতে রাজস্থান থেকে ২৪ ক্য়ারেটের সোনার কয়েন উপহার দেওয়া হয়েছে।
  • ঘি দান করতে পঞ্জাব থেকে আনা ঘি  উপহার দেওয়া হয়েছে।
  • বস্ত্রদানের জন্য় ঝাড়খণ্ড থেকে হাতে বোনা তসর সিল্ক উপহার দেওয়া হয়েছে।
  • ধান্যদান হিসাবে উত্তরাখণ্ডের সরু চাল উপহার দেওয়া হয়েছে প্রেসিডেন্ট বাইডেনকে।
  • গুড়দান করতে মহারাষ্ট্র থেকে গুড় উপহার দেওয়া হয়েছে।
  • রৌপদান করতে ৯৯.৫ শতাংশ খাঁটি রুপোর কয়েন, যা রাজস্থানের শিল্পীরা বানিয়েছেন, তা উপহার দেওয়া হয়েছে।
  • লবণদান করতে গুজরাট থেকে আনানো লবণও উপহার দেওয়া হয়েছে প্রেসিডেন্ট বাইডেনকে।