গ্রেটা থানবার্গকে গাজা পৌঁছতে দিল না ইজরায়েল, মাঝ সমুদ্রেই জাহাজে ঢুকল সেনা, তারপর…
Israel: রিমা হাসানের এক্স হ্যান্ডেল থেকেই পোস্ট করে তাঁর টিম লিখেছে, জাহাজটিকে সম্পূর্ণ ঘিরে ফেলেছে ইজরায়েলি কোয়াডকপ্টার। সাদা রঙের কিছু একটা পদার্থ স্প্রে করা হচ্ছে।

গাজা: ত্রাণ নিয়ে যাওয়া হল না। মাঝপথেই জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থানবার্গকে আটকে দিল ইজরায়েলি সেনা। গাজায় ত্রাণ নিয়ে যাচ্ছিল গ্রেটা। প্যালেস্তাইন-পন্থী ফ্রিডম ফ্লোটিলা কোলিশনের পাঠানো ম্যাডলিন নামক জাহাজটি গাজার দিকে এগোচ্ছে, এই খবর পেয়েই ইজরায়েল সতর্ক করে বলেছিল যে এক্ষুণি যেন জাহাজ ঘুরিয়ে নেওয়া হয়। কিন্তু সে কথা শোনেননি গ্রেটা। এবার সোজা জাহাজে পৌঁছে গেল ইজরায়েলি সেনা। গ্রেটা সহ জাহাজে যারা ছিলেন, তাদের শেষ যে ছবি সামনে এসেছে, তা যথেষ্ট উদ্বেগের।
গাজা নিয়ে কোনওভাবে সহানুভূতি বরদাস্ত করতে নারাজ ইজরায়েল। হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই গাজায় প্রবেশের জলপথ বন্ধ করে রেখেছে ইজরায়েল। সেই পথ দিয়েই আজ ঢোকার চেষ্টা করেছিল গ্রেটা থানবার্গ সহ বাকিরা।
জানা গিয়েছে, একাধিক আন্তর্জাতিক আন্দোলনকারী একটি জাহাজে করে প্যালেস্তাইনের গাজার উদ্দেশে যাচ্ছিলেন। গত ৬ জুন ইটালির সিসিলি থেকে তারা রওনা দেয়। এই জাহাজে ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থানবার্গও। তাঁর সঙ্গে ছিলেন ইউরোপিয়ান সংসদের সদস্য রিমা হাসানও।
জানা গিয়েছে, ইজরায়েলের তরফে ওই জাহাজকে আগেই ঘুরিয়ে ফিরে আসতে বলা হয়েছিল। সেই হুঁশিয়ারি উপেক্ষা করে এগোতেই তাদের মাঝ সমুদ্রে আটকায় ইজরায়েলি সেনা। রাত ২টো নাগাদ ব্রিটিশ ইয়ট বা জাহাজে পৌঁছয় ইজরায়েলি সেনা। রিমা হাসানের দাবি, জাহাজে থাকা সকলকে গ্রেফতার করেছে ইজরায়েলি সেনা।
The crew was arrested in international waters. pic.twitter.com/ydjA9yZHSC
— Rima Hassan (@RimaHas) June 9, 2025
রিমা হাসানের এক্স হ্যান্ডেল থেকেই পোস্ট করে তাঁর টিম লিখেছে, জাহাজটিকে সম্পূর্ণ ঘিরে ফেলেছে ইজরায়েলি কোয়াডকপ্টার। সাদা রঙের কিছু একটা পদার্থ স্প্রে করা হচ্ছে।
The last image of the crew. pic.twitter.com/PkYQSLa3Ri
— Rima Hassan (@RimaHas) June 9, 2025
শেষ যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে জাহাজের ক্রু সহ সকলে লাইফ জ্যাকেট পরে, দুই হাত তুলে বসে রয়েছে। আন্দোলনকারীদের দাবি, তাদের জাহাজে বেবি ফুড ও চাল রয়েছে, যা চরম খাদ্য সঙ্কটে থাকা গাজায় পৌঁছে দিতে যাচ্ছিলেন তারা।
ফ্রিডম ফ্লোটিলা কোলিশনের দাবি, জাহাজের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং সমস্ত যাত্রীদের অপহরণ করে নিয়েছে ইজরায়েলি সেনা।
অন্যদিকে, ইজরায়েলের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘সেলিব্রিটিদের সেলফি ইয়ট’ সুরক্ষিতভাবেই ইজরায়েলের উপকূলে ফিরে আসছে। জাহাজের যাত্রীরাও নিজে নিজে দেশে ফিরে যাবে। কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, “গাজা স্ট্রিপে ত্রাণ পৌঁছে দেওয়ার আরও পথ রয়েছে, তাতে ইন্সটাগ্রাম সেলফির প্রয়োজন নেই। অতি সামান্য পরিমাণ ত্রাণ, যা সেলিব্রিটিরা খাননি, তা আসল পথ দিয়ে গাজায় পৌঁছে দেওয়া হবে।”
ইজরায়েলের দাবি, সংবাদমাধ্যমের নজর কাড়ার জন্য ও প্রচার পাওয়ার জন্যই জাহাজে করে ত্রাণ নিয়ে যাওয়ার নাটক করছে। জাহাজে এক ট্রাক ভরার মতো ত্রাণও নেই। সেখানেই গত ২ সপ্তাহে ১২০০-রও বেশি ত্রাণ বোঝাই ট্রাক ইজরায়েল দিয়ে গাজায় গিয়েছে।





