Google’s Most Asked Question: মাছ কীভাবে সেক্স করে? Google-র কাছে প্রশ্ন নেটাগরিকদের
Google Search: সারা বছর ধরেই প্রতিনিয়ত কোটি কোটি মানুষ নানা জিনিস বা বিষয় নিয়ে সার্চ করে থাকেন। বছর শেষে সেই সার্চেরই তালিকা তুলে ধরল গুগল। ব্যক্তিগত জীবনের নানা প্রশ্নও সেই সার্চে রয়েছে। সেক্স লাইফ নিয়েও গুগলকে প্রশ্ন করা হয়েছে ভুরি ভুরি। শুধু মানুষ নয়, মাছ কীভাবে সেক্স করে, তাও জানতে চাওয়া হয়েছে গুগলের কাছে!

সান ফ্রান্সিসকো: কাটাছেঁড়ার চিকিৎসা থেকে পরমাণু বোমা-মনে যে কোনও বিষয় নিয়েই প্রশ্ন জাগলে আমরা গুগলে সার্চ করে নিই। হাজারো ওয়েবসাইট ঘেঁটে খুজে নিই মনমতো উত্তর। যত সময় এগোচ্ছে, ততই গুগল সার্চও বাড়ছে। যে কোনও কাজ করার ক্ষেত্রেই অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে এই সার্চ ইঞ্জিন। সারা বছর ধরেই প্রতিনিয়ত কোটি কোটি মানুষ নানা জিনিস বা বিষয় নিয়ে সার্চ করে থাকেন। বছর শেষে সেই সার্চেরই তালিকা তুলে ধরল গুগল। ব্যক্তিগত জীবনের নানা প্রশ্নও সেই সার্চে রয়েছে। সেক্স লাইফ নিয়েও গুগলকে প্রশ্ন করা হয়েছে ভুরি ভুরি। শুধু মানুষ নয়, মাছ কীভাবে সেক্স করে, তাও জানতে চাওয়া হয়েছে গুগলের কাছে! তবে যৌনতা সংক্রান্ত সবথেকে বেশি কী প্রশ্ন করা হয়েছে, জানেন?
কোনও ঘনিষ্ঠ বন্ধু বা চিকিৎসককে যে প্রশ্ন করতে দ্বিধা করেন অনেকে, তা গুগলকে সহজেই করা যায়। ২০২৩ সালে সেক্স সংক্রান্ত যে প্রশ্ন সবথেকে বেশি করা হয়েছে, তা হল “স্পিড বাম্প পজিশন কী?”। জনপ্রিয় আমেরিকান রিয়েলিটি শো ‘লাভ আইল্যান্ডে’ এক প্রতিযোগী টম ক্লেয়ার জানিয়েছিলেন, এটাই তাঁর পছন্দের সেক্স পজিশন। এরপরই গুগল সার্চ হতে শুরু করে এই পজিশন কী।
গুগলে যৌনতা সংক্রান্ত দ্বিতীয় সবথেকে বেশি সার্চ করা প্রশ্ন হল, গর্ভাবস্থায় যৌন সম্পর্ক স্থাপন করা কী সুরক্ষিত? এছাড়াও যৌন সম্পর্কের পর রক্তপাত স্বাভাবিক কি না, তাও জানতে চাওয়া হয়েছে গুগলের কাছে। এছাড়া গুগলের কাছে সেক্স সংক্রান্ত আর যে যে প্রশ্ন করা হয়েছে, তার মধ্যে বেশ কিছু মজাদার প্রশ্নও রয়েছে। যেমন-
১. কতবার ডেটে যাওয়ার পর যৌন সম্পর্ক স্থাপন করা উচিত?
২. সেক্স করলে কত ক্যালোরি খরচ হয়?
৩. অ্যানাল সেক্স কী?
তবে সবথেকে মজাদার প্রশ্ন হল- কীভাবে মাছ সেক্স করে?
