Modi at White House: ১৯ তোপধ্বণি, ব্যান্ডের বাজনা, ‘ছাঁইয়া ছাঁইয়া’র সুরে হোয়াইট হাউসে অসামান্য অভ্যর্থনা প্রধানমন্ত্রী মোদীকে
Modi at White House: হোয়াইট হাউসে দুর্দান্ত অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজল শাহরুখের ছাঁইয়া ছাঁইয়া।
ওয়াশিংটন: হোয়াইট হাউসে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯ বার তোপধ্বণি, ব্যান্ডের বাজনা, দুই দেশের জাতীয় সঙ্গীত, বলিউডি গান ছাঁইয়া ছাঁইয়ার মধ্য দিয়ে, মহাসমারোহে তাঁকে হোয়াইট হাউসে স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, “হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাই। রাষ্ট্রীয় সফরে আপনাকে স্বাগত জানাতে পেরে আমি সম্মানিত।” এদিন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা প্রধানমন্ত্রী মোদীর। দিনের পরবর্তী সময়ে তিনি মার্কিন কংগ্রেসের এক যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। রাতে আবার ফিরে আসবেন হোয়াইট হাউসে, যোগ দেবেন রাষ্ট্রীয় নৈশভোজে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের দুর্দান্ত সম্পর্কের কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। একুশ শতকের নরেন্দ্র মোদীকে পাশে নিয়ে জো বাইডেন বলেন, “ভারত-প্রসান্তমহাসাগরীয় অঞ্চলকে মুক্ত, অবাধ, নিরাপদ এবং সমৃদ্ধশালী হিসেবে গড় তুলতে আপনার সহযোগিতায় আমরা শক্তিশালী কোয়াড জোট তৈরি করেছি। কয়েক দশক পর লোকে বলবে, কোয়াডের হাত ধরে বদলে গিয়েছে ইতিহাস, কল্যাণ হয়েছে গোটা বিশ্বের।” বাইডেন আরও জানিয়েছেন, দারিদ্র্য দূরীকরণ, সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে খাদ্য ও শক্তি ক্ষেত্রে তৈরি হওয়া নিরাপত্তাহীনতার মতো আন্তরজাতিক চ্যালেঞ্জগুলির মোকাবিলায় যৌথভাবে কাজ করছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী মোদী জানান, এই সম্মানে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী। এদিন প্রধানমন্ত্রী মোদীর আগমন উপলক্ষ্যে হোয়াইট হাউসে জড়ো হন ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের বহু মানুষ। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-সহ বাইডেন প্রশাসনের বেশ কয়েকজন শীর্ষ কর্তা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব বিনয় কোয়াত্রা, আমেরিকায় নিযুক্ত ভারতর রাষ্ট্দূত তরণজিৎ সান্ধুও। উপস্থিত জনতার উদ্দেশে মোদী বলেন, “প্রধানমন্ত্রী হওয়ার পর আমি অনেকবার হোয়াইট হাউসে এসেছি। কিন্তু, এত ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের জন্য এই প্রথম হোয়াইট হাউসের দরজা খুলে দেওয়া হল।” দুর্দান্ত অভ্যর্থনার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী।
ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের উদ্দেশ্যে মোদী বলেন, তাঁরা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের গৌরব বাড়াচ্ছেন। তাঁদেরকেই ভারত-মার্কিন সম্পর্কের মূল শক্তি বলে চিহ্নিত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কোভিড-পরবর্তী যুগে বিশ্বের ক্ষমতার কেন্দ্রগুলো বদলে যাচ্ছে। এই সময়, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বে উপকৃত হবে সমগ্র বিশ্ব। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র গোটা বিশ্বের কল্যাণ, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি চায়।”