বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন, বাড়ি ভাঙচুর
ফ্রান্সে নবী মহম্মদের কার্টুন নিয়ে একটি ফেসবুক পোস্টে নিজের সমর্থন জানিয়ে মন্তব্য করেছিলেন শঙ্কর দেবনাথ। তার ফলই তাঁকে ভুগতে হয়।
TV9 বাংলা ডিজিটাল: নবী মহম্মদের (Prophet Mohammed) কার্টুনকে (Cartoon) সমর্থন করে ফেসবুক পোস্টে কমেন্ট, এই ‘অপরাধে’ বাংলাদেশের (Bangladesh) কুমিল্লায় অভিযুক্তের বাড়িতে হামলা। ‘ঢাকা ট্রিবিউন’-এ প্রকাশিত খবর অনুযায়ী ফ্রান্সে নবী মহম্মদের কার্টুন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেখানে কার্টুনকে সমর্থন করে ফেসবুকে মন্তব্য করায় হামলার ঘটনা ঘটে। কুমিল্লায় অন্তত দশটি হিন্দু পরিবারের ওপর হামলা হয়েছে বলে খবর। শুধু তাই নয়, হিন্দু (Hindu) বাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও খবর।
লোকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বনকুমার শিবের বাড়িতেও হামলা হয়েছে। আগুন লাগিয়ে দেওয়া হয় অভিযুক্ত শঙ্কর দেবনাথের বাড়িতে। মুরাদনগর উপজেলার অন্তর্গত কোরবানপুর গ্রামের এই ঘটনায় ২জন হামলাকারিকে গ্রেফতার করা হয়েছে।
Thread Here’s the video,Muslim fanatics destroying Hindu houses, over just fb react given in boycott France post by Muslim. 2 Hindu arrested in blasphemy act. No action on this though it lasted for 5 hours.Dear fellow hindus We never asked for money,we asked for support from u . pic.twitter.com/JTPBGnrdSM
— joy chakraborty (@imrjoy) November 2, 2020
স্থানীয়দের বক্তব্য, ফ্রান্সে নবী মহম্মদের কার্টুন নিয়ে একটি ফেসবুক পোস্টে নিজের সমর্থন জানিয়ে মন্তব্য করেছিলেন শঙ্কর দেবনাথ। তার ফলই তাঁকে ভুগতে হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, এই অভিযোগ তুলে সেখানকার কট্টরপন্থী মুসলিমরা তাঁর বাড়িতে হামলা চালায়। ভাঙচুর চালিয়ে পুড়িয়ে দেওয়া হয় বাড়ি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিরপত্তাহীনতায় ভুগছে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।