AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ছোড়া হল কাঁদানে গ্যাস, ফের অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে

Bangladesh: আজ শুক্রবার জুমার নমাজ শেষ হওয়ার পরই হিজবুত তাহ্‌রীরের ব্যানার নিয়ে একটি মিছিল বেরোয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়।

Bangladesh: ছোড়া হল কাঁদানে গ্যাস, ফের অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে
কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 07, 2025 | 5:49 PM
Share

বাংলাদেশ: নতুন করে উত্তপ্ত হল বাংলাদেশের রাজধানী ঢাকা। নিষিদ্ধ সংগঠন ‘হিজবুত তাহেরী’র মিছিল ঘিরে উত্তাল গোটা এলাকা। শুক্রবার বাংলাদেশে ‘মার্চ ফর খিলাফত’ মিছিল বের করেছিল ওই সংগঠন। আর সেই মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ঢাকার পল্টন মোড়। সেই মিছিলে ফাটল সাউন্ড গ্রেনেড, ছোড়া হল কাঁদানো গ্যাস। রাস্তায় নেমেছে সেনাবাহিনী। চলে পুলিশের লাঠিচার্জ। আটক করা হয় একাধিক বহু হিজবুত তাহেরীর সদস্যকে।

এদিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহ‌রীরের মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। মিছিলটি ছত্রভঙ্গ করতেই পুলিশ লাঠিচার্জ করে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

আজ শুক্রবার জুমার নমাজ শেষ হওয়ার পরই হিজবুত তাহ্‌রীরের ব্যানার নিয়ে একটি মিছিল বেরোয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। সেই পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সাউন্ড গ্রেনেডও ছোড়া হয়। এরপর শুরু হয় পুলিশ লাঠিচার্জ। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা অলিগলিতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে তাঁরা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে।

পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরিস্থিতি অগ্নিগর্ভ। প্রচুর সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।