AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pipe Burst: শপিংমলের ভিতর বইছে গরম জলের স্রোত, মৃত অন্তত ৪

Pipe Burst: ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বহুতল বিশিষ্ট ব্রিমিনা গোদা শপিংমলটির পুরো বিল্ডিংয়ের ভিতর বইছে গরম জলের স্রোত। আর শপিংমলের গেট দিয়ে বেরোচ্ছে গরম বাষ্প।

Pipe Burst: শপিংমলের ভিতর বইছে গরম জলের স্রোত, মৃত অন্তত ৪
মস্কো শপিংমলে গরম জলের পাইপ ফেটে দুর্ঘটনা।Image Credit: Reuters
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 9:41 PM
Share

মস্কো: শপিংমলের (Shopping mall) ভিতর গরম জলের পাইপ ফেটে গিয়ে ভয়াবহ কাণ্ড। গরম জলে পুড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। গুরুতর জখম হয়েছেন আরও অনেকে। শনিবার ঘটনাটি ঘটেছে রাশিয়ার রাজধানী মস্কোয় (M0scow)। খবরটি নিশ্চিত করে দুঃখপ্রকাশ করেছেন পশ্চিম মস্কো শহরের মেয়র সাজেই সোবিয়ানিন। গরম জলে শপিংমল ভরে যাওয়ার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জানা গিয়েছে, পশ্চিম মস্কো শহরের প্রখ্যাত শপিংমল ব্রিমিনা গোদা ২০০৭ সালে চালু হয়। অত্যাধুনিক এই শপিংমলটির ভিতর দেড়শোর বেশি দোকান রয়েছে। এদিন হঠাৎ করেই শপিংমলের ভিতরে থাকা গরম দলের পাইপ ফেটে যায়। তারপর গোটা মলের ভিতর বইতে থাকে গরম জলের স্রোত। সেই ফুটন্ত গরম জলে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। গুরুতর জখম হয়েছেন আরও অনেকে। তারপর খবর পেয়ে আপৎকালীন পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং শপিংমলের সকলকে উদ্ধার করেন। আহত সকলের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র সোবিয়ানিন।

ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বহুতল বিশিষ্ট ব্রিমিনা গোদা শপিংমলটির পুরো বিল্ডিংয়ের ভিতর বইছে গরম জলের স্রোত। আর শপিংমলের গেট দিয়ে বেরোচ্ছে গরম বাষ্প।