India Pakistan Tensions: কাশ্মীরে গেলেই ‘প্রমোশন’, রয়েছে আরও সুযোগ-সুবিধা, মাসে কত টাকা বেতন পায় জঙ্গিরা?

Pakistan Terrorist Payroll: তবে পাকিস্তানি জঙ্গিদের কিন্তু সোনায় সোহাগা। বিশ্ববাসীকেও যেমন তারা লুটছে, তেমনই আবার লুটছে তাদের দেশের গুপ্তচর সংস্থা ISIকেও। বলা চলে, ISI-এর টাকাতেই কার্যত সংসার চালাচ্ছে পড়শি দেশের জঙ্গিরা।

India Pakistan Tensions: কাশ্মীরে গেলেই প্রমোশন, রয়েছে আরও সুযোগ-সুবিধা, মাসে কত টাকা বেতন পায় জঙ্গিরা?
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

|

May 16, 2025 | 10:51 AM

নয়াদিল্লি: কখনও ভেবেছেন, এত নিষ্পাপ মানুষ মেরে কত টাকা বেতন পায় জঙ্গিরা? আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা বলেন, জঙ্গি সংগঠনগুলি চলে অনুদানের টাকায়। বিশ্বের নানা দেশ, কখনও চাপে পড়ে, কখনও বা বাণিজ্যিক ফায়দা তুলতে জিহাদি গোষ্ঠীগুলির হাতে বড় অঙ্কের অর্থ তুলে দিয়ে থাকে। একটি পরিসংখ্যান বলছে, খোদ ২০২৪ সালেই বিশ্ব জুড়ে ৬ হাজার কোটি মার্কিন ডলার অনুদান পেয়েছে জঙ্গি সংগঠনগুলি।

তবে পাকিস্তানি জঙ্গিদের কিন্তু সোনায় সোহাগা। বিশ্ববাসীকেও যেমন তারা লুটছে, তেমনই আবার লুটছে তাদের দেশের গুপ্তচর সংস্থা ISIকেও। বলা চলে, ISI-এর টাকাতেই কার্যত সংসার চালাচ্ছে পড়শি দেশের জঙ্গিরা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম বিজ়নেস টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর দেশের অন্দরে থাকা জঙ্গি বা জিহাদী গোষ্ঠীগুলির জন্য ২৫০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ২ হাজার ১৩৪ কোটি টাকা খরচ করে ISI। সুইসাইড বোমারু থেকে অত্য়াধুনিক অস্ত্র, এমনকি, জঙ্গিদের বেতনও নির্ধারিত হয় এই টাকার উপর ভিত্তি করে।

তবে এত টাকা পেয়েও কিন্তু খিদে মেটে না জঙ্গি সংগঠনগুলির। প্রশিক্ষণ কেন্দ্র তৈরি, বন্দুক কেনা, বোমা বানানো, সব মিলিয়ে কোটি কোটি টাকা খরচ। যার একটা অংশ তারা তুলে থাকে কালো বাজারি ও মাদক পাচার করেও।

কত টাকা বেতন পায় পাকিস্তানি জঙ্গিরা?

লস্কর থেকে জইশ, সবার বেতনের কাঠামোও ভিন্ন। কিন্তু উদ্দেশ্য এক। তা হল ভারতের ক্ষতি। বিজ়নেস টুডের প্রতিবেদন অনুযায়ী, যারা নীচু স্তরের জঙ্গি হয়ে থাকে। অর্থাৎ, কোনও জায়গায় গিয়ে গুলি চালানো, বোমা ছোড়া, এই ধরনের কাজ করে তাদের গড় বেতন পাকিস্তানি মুদ্রায় মাসিক ১২ হাজার টাকা। অন্যদিকে, যারা কমান্ডর স্তরের হয়। অর্থাৎ সন্ত্রাসী অভিযানে নেতৃত্ব দেওয়া, ছক কষার মতো কাজ করে তাদের মাসিক আয় প্রায় ৫০ হাজার টাকা।

তবে যে সকল জঙ্গিরা ভারতীয় কাশ্মীরে থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িয়ে পড়ে। তাদের বেতন পাকিস্তানি জঙ্গিদের থেকে সামান্য বেশি বা মাসিক ২০ হাজার টাকা। তবে জঙ্গিদের মাসিক বেতন ছাড়াও তাদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে।