ভিডিয়ো: নদীর জল বইছে উল্টোদিকে, হাওয়ায় উড়ছে বাড়ি-গাড়ি! স্থলভাগে ঢুকেই দ্বিগুণ শক্তি বাড়াল হারিকেন ‘ইদা’

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 30, 2021 | 2:42 PM

Hurricane Ida: ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রতি ঘণ্টায় ২৪০ কিমি বেগে হাওয়া বইছে। বিধ্বংসী ঝড় উঠেছে গ্রান্ড আইলের লুইসিয়ানা অঞ্চলে। 

ভিডিয়ো: নদীর জল বইছে উল্টোদিকে, হাওয়ায় উড়ছে বাড়ি-গাড়ি! স্থলভাগে ঢুকেই দ্বিগুণ শক্তি বাড়াল হারিকেন ইদা
ঝড়ের প্রভাবে বেঁকে গিয়েছে বিদ্য়ুতের খুঁটিগুলিও।

Follow Us

ওয়াশিংটন: উলটো দিকে বইছে নদীর জল। শুনতে অদ্ভুত লাগলেও হারিকেন ইদার প্রভাবে এমন দৃশ্যই ধরা পড়েছে মিসিসিপি নদীতে। রবিবার স্থলভাগে আছড়ে পড়ার পরই ক্য়াটেগরি-৪ ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ইদা। নদীর জল উত্তর থেকে দক্ষিণে বইলেও ঝড়ের প্রভাবে  দক্ষিণ থেকেই উত্তরে বয়ে যাচ্ছে নদীর জল।

ঘূর্ণিঝড় ইদা কতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তার একাধিক প্রমাণ মিলেছে ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়া জুড়ে কোথাও নদীর উল্টো গতিপথ, কোথাও আবার আস্ত বাড়ি হাওয়ায় উপড়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রতি ঘণ্টায় ২৪০ কিমি বেগে হাওয়া বইছে। বিধ্বংসী ঝড় উঠেছে গ্রান্ড আইলের লুইসিয়ানা অঞ্চলে।  ঘূর্ণাবত থেকেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ইদা সোম বা মঙ্গলবারের মধ্যেই মিসিসিপি ও টেনেসিতে আছড়ে পড়তে পারে। মার্কিন আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পোর্ট ফোরকনের উপকূল পার করেছে ঘূর্ণিঝড় ইদা। ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গিয়েছে ৩ লক্ষ ২ হাজারেরও বেশি বাড়ি ও অফিসে। প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে।

লুইসিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড রবিবার দুপুরেই বলেন, “বর্তমান সময়ে অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়তে চলেছে ইদা। অত্যন্ত দ্রুতগতিতে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করছে এবং ঝড়ের গতিও বাড়ছে।” তিনি জানান, ১৮৫০ সালের পর থেকে সম্ভবত এমন ভয়ঙ্কর ঝড় আগে আছড়ে পড়েনি।

এর আগে হারিকেন ক্যাটরিনায় বিধ্বস্ত হয়েছিল ওই অঞ্চল। সেই ভয়াবহ স্মৃতি এখনও যথেষ্ট আতঙ্কের কারণ। সেই ঝড়ে নিউ অরলিয়ান শহরে ৮০ শতাংশ অঞ্চল ভেসে গিয়েছল বন্যায়, মৃত্যু হয়েছিল ১৮০০ মানুষের। ঝড়ে ক্ষতি হয়েছিল কোটি কোটি টাকার। এ বার হারিকেন ইদা নিয়ে যাতে আগে থেকে সবাই সতর্ক থাকেন, সে ব্যাপারে বারবার সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে। যে কোনও সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে।

লুইসিয়ানার সমস্ত বাসিন্দাদেরই সতর্ক থাকতে বলা হয়েছে। প্রায় ৪৯০০ উপকূলরক্ষী কাজে নেমেছেন। হারিকেন সেন্টারগুলিও খুলে দেওয়া হয়েছে ঝড় থেকে সুরক্ষা দিতে। এ দিকে, ইদার প্রভাবে মেক্সিকো উপকূলেও তেল উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। ২৮৮ টি তেল ও গ্যাস উৎপাদনকারী প্ল্যাটফর্ম থেকে সমস্ত কর্মীদের নিরীপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে।

জোও বাইডেন জানিয়েছেন, ওই অঞ্চলে শতাধিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। যথেষ্ট পরিমান খাবার, জল ও বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতিও নিয়েছে আমেরিকা। এলাকার মানুষকে যাতে আশ্রয় দেওয়া যায়, তার জন্য ত্রান শিবির তৈরি করা হচ্ছে। সেই সঙ্গে কোভিড বিধি নিয়েও সতর্ক করা হয়েছে। ত্রাণ শিবিরে যাওয়ার সম্য কেউ যাতে মাস্ক পরতে না ভোলেন, তেমনটাই বলা হয়েছে। নদীর জলস্তর ১৫ ফুট পর্যন্ত পৌঁছতে পারে বলেও সতর্ক করা হয়েছে। লুসিয়ানায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে, যাতে তাঁরা নিরাপদ এলাকায় সরে যান। ফলে বহু মানুষ নিউ অরল্যান্স ছেড়ে চলে যাচ্ছেন। আরও পড়ুন: তালিব নেতাকে বুক চিতিয়ে বলেছিলেন ‘আমাদের অধিকার দিতে হবে’, প্রাণভয়ে দেশ ছাড়া সেই মহিলা সাংবাদিকও!

Next Article