AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dubai: হানিমুনে গিয়ে সমুদ্রের জলে ধুয়ে গেল মেকআপ, বৌ-কে চিনতে না পেরে ডিভোর্স দিলেন স্বামী

Viral News: ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরশাহির আল মামজ়ার সমুদ্রসৈকতে। সেখানের ৩৪ বছরের লরেন্স (নাম পরিবর্তিত) বিয়ে করেন ২৮ বছর বয়সী জেনিফারকে। বিয়ের পর জুটিতে মিলে বেড়াতে যান সমুদ্রে। এবার সমুদ্র স্নানে নামতেই ধুয়ে যায় জেনিফারের মেকআপ।

Dubai: হানিমুনে গিয়ে সমুদ্রের জলে ধুয়ে গেল মেকআপ, বৌ-কে চিনতে না পেরে ডিভোর্স দিলেন স্বামী
প্রতীকী ছবিImage Credit: Tv9 Bharatbarsh
| Updated on: Nov 03, 2024 | 10:35 PM
Share

দুবাই: রূপেই মুগ্ধ হয়েছিলেন তিনি। মনে-মনে ঠিকও করেছিলেন ওই যুবতীকেই বিয়ে করবেন। তেমনটাই হয়েছিল। তবে বিপদ বাড়ল হানিমুনে গিয়ে। সেখানে নিজের স্ত্রীকে মেকআপ ছাড়া দেখেই পিলে চমকে গেল স্বামীর। এক মুহূর্তের জন্য মনে হল একেই কি তিনি বিয়ে করেছিলেন? পরে সবটা জানাজানি হলে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরশাহির আল মামজ়ার সমুদ্রসৈকতে। সেখানের ৩৪ বছরের লরেন্স (নাম পরিবর্তিত) বিয়ে করেন ২৮ বছর বয়সী জেনিফারকে। বিয়ের পর জুটিতে মিলে বেড়াতে যান সমুদ্রে। এবার সমুদ্র স্নানে নামতেই ধুয়ে যায় জেনিফারের মেকআপ। সেই সময় স্ত্রীর মুখের দিকে তাকাতেই কার্যত চমকে ওঠেন লরেন্স। এ কী। এটা কে? এমন অবস্থা হয় তাঁর। নিজের স্ত্রীকে চিনতেই পারেননি বলে দাবি স্বামীর।

এরপরই লরেন্স অভিযোগ করতে থাকেন, জেনিফার নাকি তাঁকে ঠকিয়েছেন। বিয়ের আগে যতবার জেনিফার দেখা করেছেন ততবারই মেকআপ করে এসেছেন। বিয়ের পরও মেকআপ করেই ঘুরতেন। তবে সেই মেকআপ উঠে যেতেই বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন লরেন্স। এ দিকে, ও যুবতী জানিয়েছেন, তিনি কসমেটিক সার্জারি করিয়েছেন। সব সময় কৃত্রিম আইল্যাশও পরে থাকেন তিনি। তবে সেই কথা তাঁর স্বামীকে জানানো হয়নি। বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই মহিলা।