AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PTI নিষিদ্ধ হলেও রোখা যাবে না ইমরানকে, জানলেন আরও বড় ‘প্ল্যান’

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর থেকেই বেশ কোণঠাসা হয়ে পড়েন ইমরান। তাঁর দলকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে সেই চাপ নিশ্চিত ভাবেই আরও বেড়েছে। গ্রেফতারি এড়াতে অনেক নেতা-কর্মী দল ছাড়তে বাধ্য হয়েছেন বলেও অভিযোগ উঠেছিল।

PTI নিষিদ্ধ হলেও রোখা যাবে না ইমরানকে, জানলেন আরও বড় 'প্ল্যান'
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Jul 16, 2023 | 3:24 PM
Share

ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মে মাসে গ্রেফতার করেছিল পাকিস্তানের পুলিশ। তার পরই সে দেশের পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছিল। ইমরান ভক্ত ও তাঁর দলের সর্মথকরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়। ভাঙচুর তলে সরকারি অফিস-ভবনে। এই ঘটনার পর থেকেই ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠতে থাকে। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর থেকেই বেশ কোণঠাসা হয়ে পড়েন ইমরান। তাঁর দলকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে সেই চাপ নিশ্চিত ভাবেই আরও বেড়েছে। গ্রেফতারি এড়াতে অনেক নেতা-কর্মী দল ছাড়তে বাধ্য হয়েছেন বলেও অভিযোগ উঠেছিল। পাকিস্তানকে তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করার দাবি যখন মাথাচাড়া দিচ্ছে, সেই পরিস্থিতিতেই মুখ খুললেন ইমরান খান। জানালেন পিটিআই নিষিদ্ধ হলে কী পদক্ষেপ করবেন তিনি।

ইমরানের এই মন্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমে। সেই প্রতিবেদন অনুযায়ী ইমরান খান জানিয়েছেন, পিটিআই-কে নিষিদ্ধ ঘোষণা করলেও নির্বাচনে লড়াই করা থেকে তাঁকে বিরত করতে পারবে না পাকিস্তানের বর্তমান সরকার। পিটিআই নিষিদ্ধ হলে নতুন দল গড়বেন তিনি। সেই দলের হয়েই নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রানা সানউল্লাহ, বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো পিটিআই-কে নিষিদ্ধ ঘোষণার জন্য বার বার সওয়াল করেছেন। দেশের অন্দরে রাজনৈতিক ভাবে কোণঠাসা হয়ে পড়লেও দমে যাননি ইমরান। শাসক ও অন্য বিরোধী দলের আক্রমণ সামলে লড়াই চালাচ্ছেন। নির্বাচনের জন্য বার বার দাবি জানাচ্ছেন। ইমরানের দাবি, ভোট হলে পাকিস্তানবাসী ফের তাঁকে নির্বাচিত করবেন। এ বিষয়ে ইমরান বলেছেন, “আমার দলকে যদি নিষিদ্ধ ঘোষণা করে, তাহলে নতুন দল গড়ে লড়াই করব নির্বাচনে এবং জিতব। তা রুখতে যদি আমাকে ডিসকোয়ালিফাই করে। আমাকে জেলে ভরে দেয়। তাহলেও আমার দলই জিতবে।”