AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Imran Khan: জেলেই ইমরানকে খুনের ‘ষড়যন্ত্র’! কার পথের কাঁটা কাপ্তান?

Pakistan: কূটনীতিকরা অনেকেই বলেন, ইমরান রাজনৈতিক ষড়যন্ত্রের বলি। ইমরান নিজেও ওই দাবি করেছেন। শেহবাজ শরিফের ক্ষমতায় বসার পিছনে হাত ছিল দাদা নওয়াজ শরিফের, যিনি নিজেও প্রধানমন্ত্রী ছিলেন একসময়ে। ইমরানকে সরানোর জন্য মরিয়া ছিলেন তিনি, সেই কারণেই একের পর এক মামলায় ফাঁসানো হয় পিটিআই প্রধানকে।

Imran Khan: জেলেই ইমরানকে খুনের 'ষড়যন্ত্র'! কার পথের কাঁটা কাপ্তান?
| Updated on: Nov 30, 2025 | 2:18 PM
Share

সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্য়ম, চর্চা শুধু একটা নাম ঘিরেই। ইমরান খান (Imran Khan)। পাকিস্তানের ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ, সেখান থেকে দেশের প্রধানমন্ত্রী- ইমরান খানের উত্থানটা দেখার মতো ছিল। আবার পতনটাও চোখে পড়ার মতোই। যিনি একদিন দেশের সর্বেসর্বা ছিলেন, রাতারাতি তিনিই দাগী আসামী হয়ে গেলেন। আর এখন জল্পনা ইমরানের অস্তিত্ব নিয়েই। জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী কি বেঁচে আছেন? নাকি জেলেই হত্যা করা হয়েছে তাঁকে? ইমরানের তিন বোনের দাবি ঘিরে তোলপাড় পাকিস্তান (Pakistan)। দফায় দফায় বিক্ষোভ দেখানো হচ্ছে জেলের বাইরে। আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (Pakistan Tehreek-e-Insaaf) কর্মী সমর্থকরা। সত্যিই কেমন আছেন ইমরান? তাঁকে ঘিরে এত সাসপেন্সই বা কেন? ইমরান খান পাকিস্তানে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন