Muhammad Yunus: ইউনূসের এ কেমন সংস্কার! ভাতে মারছে দেশের ব্যবসায়ীদেরই

Bangladesh: ব্যবসায়ীদের খুনের মিথ্যা মামলাতেও ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এমন সঙ্কট পরিস্থিতিতে বাংলাদেশের একাধিক শিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছে। হু হু করে বাড়ছে দেশের বেকারত্ব।

Muhammad Yunus: ইউনূসের এ কেমন সংস্কার! ভাতে মারছে দেশের ব্যবসায়ীদেরই
ফাইল চিত্র।Image Credit source: Syed Mahamudur Rahman/NurPhoto via Getty Images

|

May 24, 2025 | 5:15 PM

ঢাকা: একে দেশের অবস্থা টালমাটাল। তার উপরে ভারতেও রফতানি প্রায় বন্ধ স্থল বন্দরে নিষেধাজ্ঞার কারণে। এর মধ্যেই চরম সমস্যায় পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোগপতিরা। অঘোষিত যুদ্ধের মুখে পড়েছেন তারা।

কীভাবে সমস্যায় পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা? বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রেই জানা গিয়েছে, বড় ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাখা হচ্ছে। মব সৃষ্টির মাধ্যমে কোনও কোনও ব্যবসায়ীর বাড়ি ও কোম্পানিতে হামলা চালানো হচ্ছে। হামলার ভয় দেখিয়ে অনেক ব্যবসায়ীর কাছে বড় রকমের চাঁদা চাওয়া হচ্ছে।

বাংলাদেশের অন্দরের খবর, শেয়ার বাজারে ব্যক্তিগত ও কোম্পানির শেয়ারের বিপরীতে মামলা করা হচ্ছে। ফলে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম কমে যাচ্ছে। এর জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। অন্যদিকে আবার ব্যবসায়ীদের খুনের মিথ্যা মামলাতেও ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এমন সঙ্কট পরিস্থিতিতে বাংলাদেশের একাধিক শিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছে। হু হু করে বাড়ছে দেশের বেকারত্ব।

গত বছর জুলাই অভ্যুত্থানের পর থেকে এমনিতেই দেশের ব্যবসা-বাণিজ্যের হাল খারাপ। ইউনূস সরকার আসার পর বিদেশি কোম্পানিকে সুযোগ দেওয়ায় দেশীয় শিল্পগুলি ঝুঁকির মুখে।

বাংলাদেশের ব্যবসায়ীরা জানিয়েছেন, আওয়ামী লিগ সরকারের আমলে যারা ট্রেডিংয়ের নামে ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করেছে, তাদের শাস্তি দেওয়া উচিত। কিন্তু তা না করে, উল্টে যারা ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগ করছেন, তাদের হেনস্থা করা হচ্ছে।