মালে ও নয়া দিল্লি: মলদ্বীপের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হচ্ছে। বিশেষ করে মলদ্বীপের কয়েকজন মন্ত্রীর মন্তব্যের পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্ক কোন পথে এগোয়, সে দিকে নজর রয়েছে সকলের। এসবের মধ্যেই বৃহস্পতিবার মলদ্বীপে ভারতীয় রাষ্ট্রদূত মুনু মাহওয়াড় দেখা করলেন মলদ্বীপের কমিশনার জেনারেল অব কাস্টমস ইউসুফ মানিউ মহম্মদের সঙ্গে। দু’জনের এই সৌজন্য সাক্ষাতে বাণিজ্যিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। মলদ্বীপের কাস্টমস সার্ভিস এবং ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্য়ান্ড কাস্টমসের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক কাজকর্ম চালিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি মলদ্বীপের কয়েকজন মন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। প্রতিবাদ করেছিলেন ভারতের সাধারণ নাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় রব উঠেছিল, বয়কট মলদ্বীপ। লাক্ষাদ্বীপ বনাম মলদ্বীপ ট্রেন্ডিংও ছিল সোশ্যাল মিডিয়ায়। এসবের মধ্যেই আবার সম্প্রতি মলদ্বীপ সেখান থেকে ভারতীয় সেনা ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছে। আর ঠিক এই আবহে মলদ্বীপে ভারতীয় রাষ্ট্রদূতের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।
গতকালের বৈঠকের বিষয়ে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে একটি বিবরণ তুলে ধরেছে মলদ্বীপে অবস্থিত ভারতীয় হাইকমিশন। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেই জানাচ্ছে তারা। এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, মলদ্বীপের কাস্টমস ও ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমসের মধ্যে আরও নিবিড় সম্পর্ক, সহজ-সরল বাণিজ্যিক ব্যবস্থা ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে।
মলদ্বীপ কাস্টমস সার্ভিসের তরফেও এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে ভারতীয় হাই কমিশনার মুন মাহওয়াড়ের সঙ্গে তাদের কাস্টমসের কমিশনার জেনারেলের বৈঠকের কথা। সেখানেও বলা হয়েছে মালদ্বীপ কাস্টমস সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে।