নয়া দিল্লি : ইউক্রেন-রাশিয়া সংঘাতে উত্তাল আন্তর্জাতিক মহল। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনার উপস্থিতি আশঙ্কাজনক বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বারংবার দাবি করা হয়েছে যে রাশিয়া যেকোনও মুহূর্তে হামলা চালাতে পারে। বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই কেন্দ্রের তরফে পুনরায় নির্দেশিকা জারি করা হয়েছে ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের জন্য। এই নির্দেশিকায় প্রয়োজন না থাকলে ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরে আসার জন্য় বলা হয়েছে।
সংবাদ সংস্থা অনুযায়ী, কেন্দ্রের এই নির্দেশিকায় বলা হয়েছে,”ইউক্রেনের ক্রমাগত উত্তেজনার পরিপ্রেক্ষিতে সমস্ত ভারতীয় নাগরিক যাদের থাকা অপরিহার্য বলে মনে করা হয় না এবং সমস্ত ভারতীয় ছাত্রদের অস্থায়ীভাবে ইউক্রেন ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতীয় শিক্ষার্থীদের চার্টার ফ্লাইটের বিষয়ে আপডেটের জন্য সংশ্লিষ্ট ছাত্র ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।”
রাশিয়ার ইউক্রেন আক্রমণের ক্রমবর্ধমান হুমকির মধ্যে কেন্দ্রের তরফে দ্বিতীয়বারের জন্য এই পরামর্শ দেওয়া হল। পূর্ব ইউরোপের এই দেশটিতে প্রায় ২০,০০০ ভারতীয় বসবাস করেন। এর মধ্যে ১৮০০০ জনই শিক্ষার্থী। গত ১৬ ফেব্রুয়ারি কিয়েভে ভারতীয় দূতাবাসের তরফে ইউক্রেনে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য অনুরূপ পরামর্শ জারি করা হয়েছিল। দূতাবাসের তরফে বলা হয়েছিল, “ইউক্রেনের বর্তমান পরিস্থিতির অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে ইউক্রেনে ভারতীয় নাগরিকরা, বিশেষ করে ছাত্ররা যাদের থাকা অপরিহার্য নয়, তারা সাময়িকভাবে চলে যাওয়ার কথা বিবেচনা করতে পারে।”
ইতিমধ্যেই ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনার উপস্থিতি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন কিছু সেনা সরিয়ে নেওয়া হয়েছে রুশ সীমান্ত থেকে। কিন্তু তাঁর দাবিকে মিথ্যে করে সামনে এসেছে ম্যাক্সারের উপগ্রহ চিত্র। বলা যেতে পারে যুদ্ধের পরিস্থিতি তৈরি। ইউক্রেনও নিজেদের প্রস্তুত রেখেছে। চলছে ইউক্রেনের সেনাদের নিয়মিত অনুশীলনও। রাশিয়া যেকোনও হামলা করলে তাকে ঠেকানোর জন্য ধীরে ধীরে নিজেদের গোছাচ্ছে ইউক্রেনের সেনা।