AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICJ On Russia-Ukraine Conflict : ‘অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করুক রাশিয়া’, ইউক্রেন ইস্যুতে গুরুত্বপূর্ণ রায় আন্তর্জাতিক আদালতের

ICJ On Russia-Ukraine Conflict : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল আন্তর্জাতিক আদালত। বুধবার রাশিয়াকে ইউক্রেনে তাদের সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে।

ICJ On Russia-Ukraine Conflict : 'অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করুক রাশিয়া', ইউক্রেন ইস্যুতে গুরুত্বপূর্ণ রায় আন্তর্জাতিক আদালতের
ছবি : গুগুল
| Edited By: | Updated on: Mar 16, 2022 | 11:35 PM
Share

হগ : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল আন্তর্জাতিক আদালত। বুধবার রাশিয়াকে ইউক্রেনে তাদের সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে। তবে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন, রাশিয়া এই সিদ্ধান্ত মেনে নেবে না। ইউক্রেন প্রায় দুই সপ্তাহ আগে ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে আন্তর্জাতিক আদালতকে (ICJ) হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছিল। ইউক্রেনের অভিযোগ, ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ চুক্তি লঙ্ঘন করেছে রাশিয়া। উল্টে ইউক্রেনের বিরুদ্ধে গণহত্যার মিথ্যা অভিযোগ এনে সেটিকে অজুহাত বানিয়ে হামলা চালিয়েছে রাশিয়া।

আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক জন ই ডনোগু (Joan E Donoghue) বলেছেন যে, “২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশেষ সামরিক অভিযান রাশিয়ার অবিলম্বে বন্ধ করা উচিত।” এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি বলেছেন, তিন সপ্তাহের যুদ্ধের পর রুশ সরকারের সঙ্গে আলোচনা আশা জাগিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ঐকমত্যে পৌঁছানো যায়নি।

এদিকে তিন সপ্তাহ পেরিয়ে গিয়েছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন। রুশ বাহিনী তছনছ করে দিয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। একের পর এক শহর দখলে মরিয়া হয়ে উঠেছে রুশ বাহিনী। গত ২৪ শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কথা ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর ইউক্রেনের একের পর এক শহরে মিসাইল হানা, ট্যাঙ্কার হানা করেছে রুশ সেনাবাহিনী। আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের কাছে সাহায্য় চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি। আন্তর্জাতিক আদালতেও গিয়েছিলেন তিনি। দুই সপ্তাহ পর আদালতের এই রায়ে রাশিয়া নিজের সেনাবাহিনী প্রত্যাহার করে কিনা তাই দেখার।

আরও পড়ুন :  Earthquake In Japan : ২০১১-র স্মৃতি ফিরিয়ে কেঁপে উঠল জাপান, সূর্যোদয়ের দেশে আছড়ে পড়তে পারে সুনামি

আরও পড়ুন : India-Pakistan: পাল্টা ভারতে ‘মিসাইল হানার’ পরিকল্পনা করছে পাকিস্তান? রিপোর্টে চাঞ্চল্যকর দাবি

আরও পড়ুন : Covid In UK: আবার কি নতুন কোনও করোনা ভ্যারিয়েন্টের আগমন? এই দেশে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা