International Criminal Court: যুদ্ধাপরাধের অভিযোগে ভ্লাদিমির পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানা

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Amartya Lahiri

Updated on: Mar 17, 2023 | 9:27 PM

International Criminal Court: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ আদালত। ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য দায়ী করা হয়েছে তাঁকে।

International Criminal Court: যুদ্ধাপরাধের অভিযোগে ভ্লাদিমির পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানা
ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি।

মস্কো: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। শুক্রবার (১৭ মার্চ), সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রুশ প্রেসিডেন্টকে ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য দায়ী করা হয়েছে। গত এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। প্রথম থেকেই রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছে আমেরিকা এবং তাদের ন্যাটো সঙ্গীরা। তবে, মস্কোর পক্ষ থেকে ক্রমাগত এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি অপ্রাপ্তবয়স্কদের অবৈধভাবে নির্বাসন এবং ইউক্রেনের বাসিন্দাদের বেআইনিভাবে রাশিয়ান ফেডারেশনে পাঠিয়ে দেওয়ার সন্দেহে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla