নেট দুনিয়ায় ‘অন্ধকার’, স্তব্ধ হল বিশ্বের একাধিক বড় ওয়েবসাইট
কী কারণে এ ভাবে ইন্টারনেট পরিষেবা ধাক্কা খেল, তা এখনও স্পষ্ট নয়।
নয়া দিল্লি: ইন্টারনেট সমস্যার জেরে ধাক্কা খেল একের পর এক ওয়েবসাইট। বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইটগুলির পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। সেই তালিকায় রয়েছে একাধিক জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট।
যে সব ওয়েবসাইট ‘ডাউন’ হয়ে গিয়েছে সেই তালিকায় রয়েছে নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, রেডিট, ফিনান্সিয়াল টাইমস। আমাজনের ওয়েবসাইটও খুলছে না অনেক জায়গায়। প্রভাব পড়েছে অনেক সোশ্যাল মিডিয়া সাইটেও।
কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল আমেরিকার ‘ক্লাউড কম্পিউটিং সার্ভিস’-এ কোনও সমস্যা হয়েছে বলেই এই প্রভাব পড়েছে। ‘ফাস্টলি’ নামে ওই ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডার জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে এই তথ্য। এই সংস্থা যে সব ওয়েবসাইটকে পরিষেবা দেয়, সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।
Some readers are currently unable to access https://t.co/eMyFEYiHno. We are looking into it and will send an update soon.
— The New York Times (@nytimes) June 8, 2021
আমাজন ডট কম ওয়েবসাইটও ডাউন। যদিও আমাজনের তরফ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ২১ হাজার রেডিট ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় সমস্যার কথা জানিয়েছে।