AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Israel Iran War: ইজরায়েলের ‘লৌহকপাট’ ভাঙল ইরান! তেল আভিভের সেনা দফতরে ভয়াবহ বিস্ফোরণ

Iran Breaches Israel Iron Dome: জানা গিয়েছে, তেল আভিভের যেখানে হামলা চালিয়েছে ইরান। সেখানেই রয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর। সরাসরি সেই দফতরকে লক্ষ্য করেই শুক্রবার প্রত্যাঘাত চালিয়েছে তারা।

Israel Iran War: ইজরায়েলের 'লৌহকপাট' ভাঙল ইরান! তেল আভিভের সেনা দফতরে ভয়াবহ বিস্ফোরণ
চলল হামলা Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jun 14, 2025 | 11:30 PM

তেহরান: যা হামাস পারল না। তা করে দেখাল ইরান। ইজ়রায়েলি হানার ২৪ ঘণ্টার মধ্যে প্রত্য়াঘাত ইরানের। ইহুদি ভূমের দুই দু’বার আকাশ হানার এবার পাল্টা ঘুরে দাঁড়াল ইরান। হামলা চালাল সরাসরি তেল আভিভে অবস্থিত ইজরায়েলের সেনা দফতরে। শুক্রবার রাতে এই হামলা চালিয়েছে তারা, এমনটাই জানা গিয়েছে সেদেশের বেশ কিছউ সংবাদমাধ্যম সূত্রে। এমনকি, ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে প্রতিহত করেছে ইরান। যা পারেনি হামাস বাহিনীও।

ইতিমধ্যেই এই ঘটনার একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছ সমাজমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রকে আকাশেই শেষ করে দিতে চাইছে ইজরায়েলের আয়রন ডোম। কিন্তু সেই হামলাকে প্রতিহত করে ইহুদি ভূমের জনবসতি পূর্ণ তেল আভিভ শহরে এসে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র। মুহূর্তে বিরাট বিস্ফোরণ।

জানা গিয়েছে, তেল আভিভের যেখানে হামলা চালিয়েছে ইরান। সেখানেই রয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর। সরাসরি সেই দফতরকে লক্ষ্য করেই শুক্রবার প্রত্যাঘাত চালিয়েছে তারা।

ইজরায়েলি সেনা জানিয়েছে, সেদিন রাতে ১০০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেল আভিভের দক্ষিণে তিন এলাকা দ্য কিরইয়া, রমাত গান ও রিশন লেজিয়ানে পড়ে ক্ষেপণাস্ত্র। যার জেরে মোট তিন জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইহুদি ভূমের সরকারের। তারা আরও জানিয়েছে, শনিবার ভোরে আবার তেল আভিভের উত্তরের দিকে হামলার চেষ্টা চালায় ইরান।

তবে আয়রন ডোমকে প্রতিহত করার প্রসঙ্গে মুখ খোলেনি IDF। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলি আয়রন ডোম ধ্বংস করে, তার ধ্বংসাবশেষ উড়ে এসে সাময়িক ক্ষতি হয়েছে।