US Travel Advisory: ভারত-পাকিস্তান সীমান্তে বড় কিছু হচ্ছে? হঠাৎ মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি
India-Pakistan Border: শুক্রবারই আমেরিকার তরফে অ্যাডভাইসরি বা সতর্কবার্তা জারি করে বলা হয়, ভারত-পাকিস্তান সীমান্তের কাছে এবং নিয়ন্ত্রণ রেখার কাছে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ওয়াশিংটন: ভারত-পাকিস্তান সীমান্তে কি বড় কিছু হতে চলেছে? হঠাৎ সতর্কতা জারি করল আমেরিকা। মার্কিন নাগরিকদের পাকিস্তানে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হল। পাকিস্তানের দুই প্রদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুক্রবারই আমেরিকার তরফে অ্যাডভাইসরি বা সতর্কবার্তা জারি করে বলা হয়, ভারত-পাকিস্তান সীমান্তের কাছে এবং নিয়ন্ত্রণ রেখার কাছে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বালোচিস্তান ও খাইবার পাখতুনখা প্রদেশে সম্ভাব্য সন্ত্রাসবাদ ও সশস্ত্র সংঘর্ষের কারণে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। যারা পাকিস্তান যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “চরমপন্থী গোষ্ঠীরা পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে। বালোচিস্তান ও খাইবার পাখতুনখা প্রদেশে লাগাতার সন্ত্রাসবাদী হামলা চালানো হচ্ছে। বড় মাপের সন্ত্রাসবাদী হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। ছোটখাটো হামলা লাগাতার হচ্ছে। মিলিটারি, পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরেও হামলা চলছে। জঙ্গিরা হঠাৎ বাজারহাট, শপিং মল, বিমানবন্দর, ইউনিভার্সিটি, পর্যটন কেন্দ্র, স্কুল, হাসপাতাল, ধর্মীয় কেন্দ্রে হামলা হতে পারে। অতীতে আমেরিকার কূটনীতিক ও দূতাবাসেও হামলা চলেছে।”

