
কলকাতা: গোটা বিশ্বজুড়ে চলছে উদযাপন। কিন্তু, যে দেশের ভাষা আন্দোলনের হাত ধরে আন্তর্জাতিক ভাষা দিবসের স্বীকৃতি সেই দেশেই উদযাপনে বাধা। বাধা ইসলামিক কট্টরপন্থী মৌলবাদীদের। তা নিয়েই চাপানউতোর তৈরি হয়েছে বাংলাদেশে। চাপানউতোর এপার বাংলাতেও। অভিযোগ, কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ মিনার ভেঙে ফেলেছে মৌলবাদীরা।
বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের গুণবতী কলেজ সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটেছে। তা নিয়ে উদ্বেগ সেদেশের প্রশাসনিক মহলেও। ক্ষোভের সঞ্চার হয়েছে গোটা দেশে। ক্ষোভে ফুঁসছেন চৌদ্দগ্রামের লোকজনও।
ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিও তুলেছেন। শুক্রবার সকালে চৌদ্দগ্রামে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় এলাকার বাসিন্দাদের। তবে এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতীকেই পাকড়াও করা সম্ভব হয়নি বলেই খবর। তবে শুধু চৌদ্দগ্রাম নয়, দেশের নানা প্রান্তেই ভাষা দিবসের অনুষ্ঠানে বিক্ষিপ্ত অসান্তিক খবর এসেছে। পুষ্পস্তবক দিতেও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে মৌলবাদীদের বিরুদ্ধে।