AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Israel Attack: হুথিদের পাল্টা জবাব ইজরায়েলের, ছারখার করে দিল ইয়েমেনের বন্দর, মৃত ৩

Israel Attack: ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, "প্রতিটি ইজরায়েলি নাগরিকের রক্তের দাম আছে। যদি এরপরও হুথিরা আমাদের উপরে হামলার সাহস দেখায়, তবে আর অভিযান চালানো হবে।"

Israel Attack: হুথিদের পাল্টা জবাব ইজরায়েলের, ছারখার করে দিল ইয়েমেনের বন্দর, মৃত ৩
জ্বলছে ইয়েমেনের বন্দর।Image Credit: Twitter
| Updated on: Jul 21, 2024 | 7:31 AM
Share

ইয়েমেন: যুদ্ধের আঁচ বাড়ল আরও। প্যালেস্তাইন, ইরান, ইরাকের পর এবার ইজরায়েলের নিশানায় ইয়েমেন। এবার ইয়েমেনের বন্দর শহর হোদেইদা-তে হামলা চালায় ইজরায়েলি যুদ্ধবিমান। তেল আভিভে হুথিদের ড্রোন হামলার বদলা নিতেই পাল্টা আক্রমণ করেছে ইজরায়েল, এমনটাই জানা গিয়েছে। হামলায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় শতাধিক মানুষ।

হুথিদের তরফে জানানো হয়েছে, ইজরায়েলের হামলায় ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে ৮৭ জন। অধিকাংশ আহতদেরই শরীর পুড়ে গিয়েছে।

ইয়েমেনের এই গুরুত্বপূর্ণ বন্দরে আক্রমণকে হুথিদের বিরুদ্ধে বড় আঘাত বলেই মনে করা হচ্ছে। যুদ্ধবিমান হামলা চালাতেই দেখা যায়, কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় ঢাকা পড়ে যায় বন্দর ও আশেপাশের এলাকা। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, “প্রতিটি ইজরায়েলি নাগরিকের রক্তের দাম আছে। যদি এরপরও হুথিরা আমাদের উপরে হামলার সাহস দেখায়, তবে আর অভিযান চালানো হবে।”

গ্যালান্ট বলেন যে ইয়েমেনের এই বন্দরে আক্রমণ শুধুমাত্র হুথিদের জন্যই নয়, ইরান সমর্থিত অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্যও সতর্কবার্তা যার গাজা যুদ্ধের সময় ইজরায়েলের উপরে হামলা চালিয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী চরম বার্তা দিয়ে বলেন, “হোদেইদাতে এখন যে আগুন জ্বলছে, তা মধ্য প্রাচ্য থেকেও দেখা যাচ্ছে। এর অর্থ কী, তাও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।”

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও একই সুরে টেলিভিশন বার্তায় বলেন, “যারাই আমাদের ক্ষতি করবে, তাদের চরম মূল্য চোকাতে হবে।”